আমি ক্ষুধার্ত - ফজলুল করিম
আমি ক্ষুধার্ত ভীষণ-সাংঘাতিক
ভয়াল ক্ষুধার দহনে জ্বলে-পুড়ে অঙ্গার,
আমি এক দিশেহারা পথিক!
কালের কুটিলচক্রে কেটে গেল কত দু:সহ দিন রজনি,
আমি কিছুই খাইনি, অন্ন জোটেনি, খেতে পারিনি।
তাই ক্ষুধার অগ্নিঝরা বিভীষিকা মহাশয়,
আমাকে গ্রাস করেছে প্রায়শ
ডেকে আনছে অকালমৃত্যু, পাই না বাঁচার কোনো অভয়।
বড্ড ক্ষুধায় নাড়িভুঁড়ি জ্বলছে,
মনে কাঁপন ধরেছে, সারা শরীর টলছে।
আমি আহার চাই, প্রচুুর আহার
কে দেবে আমাকে অন্ন?
দেবতা আজ বড়ই বিষন্ন!
তাই আমি বলছি, চলছি দূর এক অজানা রাজ্যে আনমনে
হায় নিরুদ্দেশ যাত্রী আমি ! যাত্রা আমি করেছি
চরম ক্ষুধাকে সাথি করে, দুমুঠো অন্নের সন্ধানে।
খাবার সন্ধান মিলে যদি আমাকে ডেকো
তোমার ডাকে অগত্যা সাড়া দেবো
কারণ, আমি বড্ড ক্ষুধার্ত!
লেখক- ড. ফজলুল করিম, ব্র্যাকের- জনস্বাস্থ্য ও উন্নয়ন বিষয়ক গবেষক, ও গ্রামোন্নয়ন কার্যক্রমে সফল সংগঠক ও ব্যবস্থাপক।