বিশ্বের ছোট গরু “রানী” মারা গেছে
বিশেষ প্রতিবেদক: বিশ্বের সবচেয়ে ছোট গরুর রেকর্ড গড়ার আগেই মারা গেছে সাভারের বক্সার ভুট্টি জাতের সেই গরুটি।
রানি নামের গরুটির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শিকড় অ্যাগ্রো ফার্মের এক কর্মকর্তা। নওগাঁর বাবু নামের এক গৃহস্থের থেকে ২০ ইঞ্চির গরুটি কিনে ঢাকায় এনে রাখেন ফার্মটির মালিক কাজী মোহাম্মদ আবু সুফিয়ান।
পৃথিবীর সবচেয়ে ছোট গরুর খেতাব গড়তে গত ২৭ জুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে আবেদন করে মালিকপক্ষ। ফিরতি মেইল আসে ২ জুলাই। ৯০ দিনের ভেতরে সিদ্ধান্ত আসার কথা ছিল। সেই হিসাবে আর ৪২ দিন পর রেকর্ডটি গড়ার অপেক্ষায় ছিলেন ফার্মের কর্মকর্তারা।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্যমতে, ভারতের কেরালায় মানিক্যাম নামের গরুটি এখন পর্যন্ত সবচেয়ে ছোট গরুর স্বীকৃতি অধিকার করে আছে। এর উচ্চতা ২৪ ইঞ্চি ও ওজন ৪০ কেজি। আর রানির উচ্চতা ২০ ইঞ্চি ও ওজন ২৬ কেজি।
রানি কেন মারা গেল : জুলাইয়ের ৬ তারিখ রানিকে নিয়ে লাইভ করেছিল নিউজ হান্ট। সেদিন ফার্মটির একজন কর্মী এই প্রতিবেদককে বলেন, ‘রানি সুস্থ। চিকিৎসকেরা জানিয়েছেন রানির কোনো সমস্যা নেই। স্বাভাবিক খাবার দেয়া হচ্ছে।’
তাহলে হঠাৎ গরুটির কী হল?
সাভার উপজেলার উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মোতালিব গণমাধ্যমকে বলেছেন, ‘দুদিন আগে গরুটি অসুস্থ হয়ে পড়ে। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে রানিকে প্রাণিসম্পদ অফিসে আনা হয়। এ সময় তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। কিন্তু রানিকে আর বাঁচানো যায়নি। পরে রানিকে নিয়ে চলে যান শিকড় অ্যাগ্রো খামারের কর্মকর্তারা।’
তিনি বলেন, ‘গরুটাকে ফিড খাওয়ানো হয়েছিল। এতে পেট ফুলে যায়। খাদ্যে বিষক্রিয়ায় মারা গেছে রানি।’
কিন্তু ফার্মটির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ভোরেরবাণীকে বলেছেন, ‘আমরা এখনো বিষয়টি নিয়ে অন্ধকারে আছি। দুদিন ধরে আমাদের প্রিয় রানি অসুস্থ ছিল। আজকে প্রাণিসম্পদ অফিসে নেয়া হয়। সেখানে তাকে দুটি ইনজেকশন দেয়ার পর মৃত্যু হয়।’
‘আমরা ময়নাতদন্ত করব। ইনজেকশন দেয়ার পর কী কারণে মারা গেল সেটি রিপোর্ট আসলে বোঝা যাবে।’