বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক » তালেবানরা শহরে পৌঁছে গেছে, আমরা পালাচ্ছি- সারা করিমি
তালেবানরা শহরে পৌঁছে গেছে, আমরা পালাচ্ছি- সারা করিমি
আন্তর্জাতিক ডেস্ক : তালেবানদের কাছ থেকে নারী ও শিল্পীদের সুরক্ষার আহ্বান জানিয়েছেন আফগান চলচ্চিত্র নির্মাতা সাহারা করিমি। তার মতে, তালেবানরা সব ধরণের শিল্প নিষিদ্ধ করে দেবে।
করিমির চিঠি আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থাগুলিকে পাঠানো হয়েছে। ফেসবুক অ্যাকাউন্টেও তিনি বেশ কয়েকটি পোস্ট করেছেন এই বিষয়ে।
করিমির ‘হাভা, মারিয়াম আয়েশা’ ছবিটি ২০১৯ সালে ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রশংসা পেয়েছিল। নির্মাতা সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থাগুলিকে পাঠানো চিঠিতে লিখেছে, ‘নারীদের অধিকার কেড়ে নিবে তালেবানরা। আমাদেরকে অন্ধকার ঘরে ঠেলে দেয়া হবে, আওয়াজ কেড়ে নেয়া হবে। আবেগগুলোকে নিরব করে দেয়া হবে। তালেবানরা যখন ক্ষমতায় ছিল, তখন কোনো মেয়ে স্কুলে যেত না। পরিস্থিতি বদলানোর পরে ৯ মিলিয়ন আফগান মেয়ে স্কুলে পড়ছে। গত কয়েক সপ্তাহে তালেবানরা অনেক স্কুল ভেঙে দিয়েছে। এতে ২ মিলিয়ন ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেল আবারও।
তিনি আরও বলেন, ‘আমি আমার দেশে নির্মাতা হিসেবে পরিচয় গড়ে তুলতে অনেক ঝুঁকি নিয়েছি ও পরিশ্রম করেছি। তালেবানরা ক্ষমতায় থাকলে তারা সব শিল্প নিষিদ্ধ করে দেবে। আমি সহ অন্য নির্মাতারা তাদের হত্যার তালিকায় আছি।
তার মতে, তালেবানদের মূল লক্ষ্য হলো নারীদের দমিয়ে রাখা এবং শিল্পচর্চা বন্ধ করে দেয়া।
ফেসবুকে শেয়ার করা এক ভিডিও মেসেজে করিমি বলেছেন, ‘তালেবানরা শহরে পৌঁছে গেছে। আমরা পালাচ্ছি।’ ভিডিওতে আতঙ্কের মধ্যে হাঁপাতে হাঁপাতে রাস্তায় দৌড়াতে দেখা গেছে সাহারা করিমিকে। কাবুল তালিবানদের দখলে যাওয়ার পর থেকে সেখানকার পরিস্থিতি ক্রমাগত ভয়ঙ্কর হয়ে উঠেছে। তারই চিত্র উঠে এসেছে চিত্র পরিচালক সাহারা করিমি ভিডিওতে। ভ্যারাইটি