মঙ্গলবার, ৩ আগস্ট ২০২১
প্রথম পাতা » বিবিধ » জাতীয় শোক দিবসের শ্রদ্ধাণ্জ্ঞলী জানিয়েছে সাবেক ছাত্রলীগ নেতা রনি
জাতীয় শোক দিবসের শ্রদ্ধাণ্জ্ঞলী জানিয়েছে সাবেক ছাত্রলীগ নেতা রনি
লক্ষ্মীপুর প্রতিনিধি : বাঙালী জাতির জনক শেখ মুজিবুর রহমানকে হত্যার এক কলংকের মাস আগস্ট। এ মাসের ১৫ তারিখে স্ব পরিবারে হত্যা হয়েছিল বঙ্গবন্ধু। তার হত্যার প্রতিবাদে শোক জানিয়েছে সাবেক ছাত্রলীগ নেতা, বর্তমানে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী আব্দুল আলিম রনি।
আব্দুল আলিম রনি জানান, সারা বিশ্ব বা দেশ যখন করোনা ভাইরাসে আক্রান্ত, ঠিক তখন হাজির হয়েছে বেদনা আর শোকের মাস। দুর্বিষহ স্মৃতি আর গ্লানিভরা ১৫ আগস্ট। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ববপরিবারে হত্যা করে নরপিশাচরূপী ঘাতকচক্র।
এরপর থেকে দিনটি মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিধূর শোকের মাস হিসাবে পরিচিত। যিনি আজীবন সংগ্রাম আর ত্যাগে আমাদের মহান স্বাধীনতা এনে দিয়েছিলেন মাত্র সাড়ে ৩ বছরের মাথায় তারই প্রাণ কেড়ে নিয়েছিল হায়েনার দল
পঁচাত্তরের ১৫ আগস্ট কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল।
পৃথিবীর এই ঘৃণ্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগনে যুবনেতা ও সাংবাদিক শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিণী আরজু মনি ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও আত্মীয়স্বজন। তবে সেদিন অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা।
আব্দুল আলিম রনি আরও জানান, আজ শেখ হাছিনার নেতৃত্বে বিশ্বে মানচিত্রে বাংলাদেশ উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু হত্যা দেশের স্বাধীনতার এক কালো অধ্যায়। এই দিনে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞলী জ্ঞাপন করছি। সেই সাথে বঙ্গবন্ধুর খুনিদের শাস্তি দাবি করছি। এছাড়াও উপজেলা যুবলীগের সভাপতি হলে আওয়ামী যুবলীগ হবে কমলনগর মডেল যুবলীগ। প্রতিটি সংগঠনের সাথে সমন্বয় করে সংগঠন পরিচালিত হবে, সেই প্রত্যাশা করি।