যেসব কারণে হ্যাক হয় ফেসবুক আইডি
প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে প্রযুক্তি পণ্যের সহজলভ্যতা। ফলে আমরা ক্রমশ নির্ভরশীল হয়ে পড়ছি প্রযুক্তি পণ্যগুলোর উপর। এরই ধারাবাহিকতায় আমাদের দৈনন্দিন প্রতিটি কর্মকাণ্ড থেকে শুরু করে অন্যদের সাথে যোগাযোগ রক্ষার ক্ষেত্রেও আমাদের প্রধান মাধ্যম হয়ে দাঁড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।
আর আমাদের দেশের অন্যতম জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক। তাই দেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ফেসবুক আইডি হ্যাক হওয়াও একটি অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
মূলত ব্যবহারকারীদের অসতর্কতার কারণেই আইডি হ্যাক হয়ে থাকে। কি কি কারণে ফেসবুক আইডি হ্যাক হতে পারে সে বিষয়গুলো বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য তুলে ধরা হলো।
আইডিতে সাধারণত যে সকল দুর্বলতা দেখা যায়-
লগ ইন করার সময় ইমেইল এড্রেসের পরিবর্তে মোবাইল নম্বরের ব্যবহার করা।
টু ফ্যাক্টর অথেন্টিকেশন না রাখা।
দুর্বল ও অনুমান করা যায় এমন পাসওয়ার্ডের ব্যবহার (যেমন মোবাইল নম্বর, ডাক নাম, সন্তানের নাম, জন্ম তারিখ, পিতা মাতার নাম ইত্যাদি)
রিকভারি অপশন চালু না রাখা।
আপনার ফেসবুক আইডির নাম, জন্ম তারিখ, অরিজিনাল নাম ও জন্ম তারিখ থেকে আলাদা হওয়া।
জন্ম তারিখ ওপেন রাখা।
ফেসবুক ও যে মেইল দিয়ে ফেসবুক ওপেন করা হয়েছে তার পাসওয়ার্ড একই থাকা। তাহলে হ্যাকার যখন আপনার ফেসবুক হ্যাক করবে, সাথে সাথে আপনার ইমেইলও হ্যাক হয়ে যাবে।