পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে ০৮ জন নিহত
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস ও পানিতে ডুবে শিশুসহ ০৮ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছুদ্দৌজা নয়ন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে। সে পানিতে ডুবে মারা গেছে।
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু দৌজা নয়ন জানান, গতকাল সোমবার (২৬ জুলাই) রাত থেকে সকাল পর্যন্ত উখিয়া ও টেকনাফে থেমে থেমে ভারী বর্ষণ হয়েছে। এতে পাহাড় ধসে রোহিঙ্গা শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়ে। এছাড়া পানিতে ডুবে মারা যায় আরও এক শিশু। বৃষ্টিপাতে জেলার বিভিন্ন উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে শত শত পরিবার।
এদিকে, ভারী বর্ষণে প্লাবিত হয়ে বান্দরবানের লামা-আলিকদম উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
জানা গেছে, কক্সবাজারে পাহাড় ধস রোধে নেই টেকসই কোনো ব্যবস্থাপনা বা পরিকল্পনা। ফলে প্রতিবছরই পাহাড় ধস বা পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। বর্ষা এলে এই আতঙ্ক বেড়ে যায়।
কক্সবাজার বন বিভাগ জানায়, জেলায় মোট বনভূমির পরিমাণ ৭৩ হাজার ৩৫৮ হেক্টর। এরমধ্যে অবৈধ দখলে রয়েছে ৯ হাজার ৬৫৭ হেক্টর বনভূমি। পাহাড়ি জমিতেই বসবাস করছে ১৩ হাজার ৮২৬টি পরিবারের তিন লাখ মানুষ। তারা পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে।