সোমবার, ১৯ জুলাই ২০২১
প্রথম পাতা » সারাদেশ » ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাজু
ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাজু
লক্ষ্মীপুর প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রিয়া বিষযক সহ-সম্পাদক আবদুজ্জাহের সাজু লক্ষ্মীপুরের রামগতি-কমলনগর উপজেলা বাসিকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।
এসময় তিনি বলেন, ত্যাগের মহিমায় মহিমান্বিত পবিত্র ঈদ-উল-আযহা। সর্বশক্তিমান সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য প্রকাশ হচ্ছে পবিত্র ঈদুল আযহা। পবিত্র ঈদ-উল-আযহার মহান আদর্শ ও শিক্ষাকে আমাদের চিন্তায়, চেতনায় এবং কর্মে প্রতিফলন ঘটাতে হবে। ঈদ উল আযহার চেতনার আলোকে, জীবনের প্রতিটি ক্ষেত্রেই সহনশীলতা, সহমর্মিতা, ধৈর্য্যশীলতা ও ত্যাগী মনোভাবকে প্রাধান্য দেয়া এবং চর্চা করাই হউক আমাদের উর্দেশ্য। আমরা সকলে পবিত্র ঈদুল আযহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলবো।
তিনি আরও বলেন, রামগতি-কমলনগর একটি নদী ভাঙন কবলিত এলাকা। এখানে সাড়ে সাত লাখ মানুষের প্রানে দাবি নদী রক্ষা বাধঁ নির্মান করা। নদী বাধঁ রক্ষায় জননেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাছিনা ইতিপূর্বে প্রায় ৩২ শত কোটি টাকা একনেকে পাশ করেছেন। সে অনুসারে নদীর ভাঙনের কাজ খুব দ্রুত শুরু হবে ইনশাআল্লাহ। এবং এই দুটি উপজেলা বাসির প্রাণের দাবি বাংলাদেশ সেনাবাহিনী দিয়ে যেন বাধেঁর কাজ হয়। সেই মোতাবেক সংসদ সদস্য মেজর(অব:) আবদুল মান্নান সাহেব তদারকি করতেছেন।
প্রিয় রামগতি-কমলনগর বাসি, আপনারা দেখেছেন সংসদ সদস্য মেজর(অব:) আবদুল মান্নানের পক্ষে নদী ভাঙন বাধঁ রক্ষা ফাইলটি নিয়ে আমি দীর্ঘদিন কাজ করেছি। এবং সফল হয়েছি, আপনারা দোয়া করবেন যেন বাধেঁর বাজেটটি খুব দ্রুত কার্যকর করাতে পারি। কাজ যেন সেনাবাহিনী দিয়ে করাতে পারি।
পরিশেষে, মহামারি করোনা ভাইরাস থেকে রক্ষায় বেশি বেশি আল্লাহ কাছে ক্ষমা চাইতে হবে। এবং সচেতন থাকতে হবে। খুব বেশি প্রয়োজন ছাড়া বাসা-বাড়ি থেকে বের হবেন না। সামাজিক দুরুত্ব বজায় রেখে চলবেন। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সেই দোয়া করি। সবার শু-স্বাস্থ্য কামনা করছি, আল্লাহ হাফেজ।
ভী-বাণী/ডেস্ক