কোথায় লুকাবে…
মুহাম্মদ আলমগীর হোসেন
প্রকৃতি তুমি কোথায় লুকাবে,
মহাকাশে?
কৃত্রিম উপগ্রহের ক্যামেরায়
তোমার ফ্যাকাশে মুখ আমি দেখেছি,
ওখানে তুমি শান্তিতে নেই!
সমুদ্রে?
বিষাক্ত নোনা জলে তিমির করুন মৃত্যু,
জলের তলদেশে বিলাসীদের বাসরঘর,
রিসোর্টের স্বচ্চ কাঁচ দিয়ে দেখেছি,
তোমার পালানোর প্রস্তুতি।
ভূ-তলে?
ঝি ঝি পোকার ডাক, কেচোঁর মাটির দুষ্প্রাপ্যতা
জলের হাহাকারের মধ্যে দেখেছি
তোমার বিদায়ের বারতা।।
বাতাসে?
শ্বাস কষ্ট আর অক্সিজেন সিলিন্ডার
দেখে বুঝেছি ওখানে তুমি শয্যাশায়ী।
বাসরে?
নববুধুর কৃত্রিম প্রসাধনীর নীচে
তোমার ক্লান্ত দেহ;
নতুন বর বুঝে গেছে
এখানে তোমার স্বাস্থ্য ভালো নেই।
আমার পাকা চুল দাঁড়ি, ইলিশের গন্ধ
কলাইয়ের ঘ্রান, আকাশের শঙ্খ চিল, পাখির
কলকাকলী তোমার বিদায়ের চিন্থ বহন করছে।
ক্ষয়ে যাওয়া হিমালয়ে,
এন্টার্কটিকার জলধারায় তুমি ইতিহাস।।
তোমাকে তাড়াতে তাড়তে একদিন
নিশ্চিহ্ন করে দিবো
অতপরঃ সমগ্র ধরনীসহ নিজেরাই বিলীন হবো;
তোমার পথ চলা অব্যাহত থাকবে ভিন্ন গ্রহে।।
ভেবেছি এতদিনে তোমার গন্তব্য আমাজান
চোখ তুলে দেখি নাইক্ষ্যংছড়ি, বান্দরবান।
মুহাম্মদ আলমগীর হোসেন,
অফিসার ইনচার্জ, নাইক্ষ্যংছড়ি থানা,বান্দরবান পার্বত্য জেলা