লক্ষ্মীপুুরে বিএনপি’র বর্ষীয়ান ০২ নেতার ইন্তেকাল
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতি-কমলনগর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র দু’জন বর্ষীয়ান নেতা ইন্তেকাল করেন।
শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় রামগতি উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.খোরশেদ আলম (৮০) এবং কমলনগর উপজেলার সাবেক চর কাদিরা ইউনিয়নের সভাপতি ও থানা সহ সভাপতি রুহুল আমিন (৭৫) ইন্তেকাল করেন।
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মীর শিব্বীর জানান, মরহুম খোরশেদ আলম দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহন কালীন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি বার্ধক্য জনিত রোগে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। পরে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সচিন্ত্র রঞ্জন দাসের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়।
এদিকে যুবদল নেতা মোশারেফ হাওলাদার জানান, মরহুম রুহুল আমিন মেম্বারের বিভিন্ন রোগের সমস্যা দেখা দিলে তাকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তিনি চিকিৎসা অবস্থায় সন্ধ্যায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন সাবেক চর কাদিরা বিএনপি’র সভাপতির দায়িত্বে ছিলেন। এবং বর্তমানে থানা বিএনপি’র সহ সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি মৃত্যুকালে বহু গুনী আত্নীয়স্বজন রেখে যান।
তাদের মৃত্যুতে লক্ষ্মীপুর- ৪ (রামগতি ও কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ,বি,এম আশরাফ উদ্দীন নিজান, ও বিএনপি’র উপজেলা সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী শোক জানিয়েছেন। এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ভী-বাণী/ডেস্ক/মোশারেফ