লকডাউনে কঠোর পদক্ষেপে কমলনগর প্রশাসন
লক্ষ্মীপুর প্রতিনিধি : মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় সরকার লকডাউন ঘোষণা করেন। সরকার জনগনের বিভিন্ন দিক চিন্তা করে ঢিলেঢালা লকডাউন পালন করলেও এবার টানা লকডাউনে কঠোর পদক্ষেপ গ্রহন করেন। লকডাউনে কঠোরতা বাস্তবায়নে শক্তভাবে মাঠে অবস্থান নিচ্ছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা প্রশাসন।
শনিবার (০৩ জুলাই) দুপুরে উপজেলার হাজিরহাট, করুনানগর সহ কয়েকটি বাজারে পুলিশ, বিজিবি সদস্যদের নিয়ে প্রশাসন টহল দিতে দেখা গেছে।
লকডাউনে টানা তৃতীয় দিনে উপজেলার বিভিন্ন হাট বাজারে উপজেলা প্রশাসন কঠিন পর্যবেক্ষন তদারকিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.বরকত উল্লাহ, উপজেলা সহকারী কমিশন( ভূমি) পুদম পূষ্প চাকমা, থানা কর্মকর্তা মোহাম্মদ মোসলেহ উদ্দিন, এএসআই জহিরুল ইসলামসহ প্রমুখ।
এসময়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, করোনা ভাইরাস জনিত রোগ (কোভিড-১৯) এর বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় আরোপিত বিধি নিষেধ প্রতিপালন নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়াও সচেনতামুলক পরামর্শ প্রদান, মাস্ক বিহীন ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে। এই প্রশাসনিক কার্যক্রম চলমান থাকবে।
ভী-বাণী / ডেস্ক