কমলনগরে স্বতন্ত্র প্রার্থীর মাইক ভাঙচুুর
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী এক প্রার্থীর প্রচার মাইকের শব্দযন্ত্র ভাঙচুর ও ব্যানার, পেস্টুন ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে।
সোমবার (১৪ জুন) বিকেল ৩টায় ইউনিয়নের মাতাব্বর হাট এলাকায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান টেবিলফ্যান প্রতীকের প্রচারণা চালানোর সময় শব্দযন্ত্রটি (মাইক) ভাঙচুর করা হয়। এছাড়াও বিভিন্ন স্থানে ব্যানার,পেস্টুন ছিড়ে ফেলা হয়েছে।
টেবিলফান প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান জানান, সোমবার বিকেলে তার প্রচার কর্মী মো. সিরাজ ব্যাটারিচালিত অটোরিক্সায় করে নির্বাচনী প্রচারে বের হন। প্রচারণায় ব্যবহৃত অটোরিক্সাটি মাতাব্বরহাট এলাকায় পৌঁছালে আট থেকে ১০ জন মুখোশধারী দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে গিয়ে হামলা করে। ওই সময় হামলাকারীরা প্রচারকাজে ব্যবহৃত মাইকের শব্দযন্ত্র ভাঙচুর ও ছিনিয়ে নিয়ে যায়।
উপজেলা থানা ইনচার্জ মো.মোসলেহ উদ্দিন জানান, চর ফলকন ইউনিয়নের সতন্ত্র প্রার্থী মো.মিজানুর রহমান এর শব্দযন্ত্র মাইক ভাঙচুর ও ছিনিয়ে নেয়ার বিষয়টি প্রার্থী ফোনে জানিয়েছে। এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমা জানান, শব্দযন্ত্র ভাঙচুর ও ছিনতাইয়ের বিষয়টি স্বতন্ত্র প্রার্থী মো.মিজানুর রহমান তাকে মুঠোফোনে জানিয়েছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়ার জন্য ওই প্রার্থীকে বলা হয়েছে বলে তিনি জানান।
ভী-বাণী /ডেস্ক