কমলনগরে প্রাণিসম্পদ প্রর্দশনী ও পুরস্কার বিতরণ
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে প্রাণিসম্পদ প্রর্দশনীর উদ্ভোধন করেন লক্ষ্মীপুর -৪ আসনের সংসদ সদস্য মেজর (অব:) আব্দুল মান্নান।
গতশনিবার (৫ জুন) সকালে উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও প্রাণী হাসপাতাল এই প্রর্দশনীর আয়োজন করেন। উপজেলা নির্বাহী কর্মকতা মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর ৪ আসনের সাংসদ সদস্য মেজর (অবঃ) আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক আবদুজ্জাহের সাজু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নুরুল আমিন ও সাধারণ সম্পাদক এড. নুরুল আমিন রাজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর ও রোকসানা আক্তার রুক্সি, জেলা এলএসপি’র সভাপতি মো. আলা উদ্দিন, চর ফলকন ইউপি চেয়ারম্যান হাজি হারুনুর রশিদ, হাজির হাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিনসহ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, এলএসপি শাহাদা আক্তার সাহিদা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আকতারুজ্জামান জানান, উপজেলা সব এলাকা থেকে বিভিন্ন জাতের প্রাণি সংগ্রহ করে ২৭ টি প্রর্দশনি স্টল বসানো হয়েছে। এদের মধ্যে থেকে সেরা সাত স্টলের মালিকদের হাতে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও এ প্রর্দশনীর মাধ্যমে এলাকার স্থানীয়রা পশু পালন ও খামার করতে আগ্রহ প্রকাশ করবে বলে মনে করছি।