সোমবার, ৩১ মে ২০২১
প্রথম পাতা » নদ-নদী | সারাদেশ » লক্ষ্মীপুরে নদী বাঁধ প্রকল্প পাশের দাবীতে মানববন্ধন
লক্ষ্মীপুরে নদী বাঁধ প্রকল্প পাশের দাবীতে মানববন্ধন
লক্ষ্মীপুর প্রতিনিধি : আগামী পহেলা জুন অনুষ্ঠিতব্য একনেক মিটিং-এ লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলা দুটিকে মেঘনার ভয়াবহ ভাঙন থেকে রক্ষায় নদী বাঁধ প্রকল্প পাশের দাবী নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (৩১ মে) সকালে রামগতি ও কমলনগর বাঁচাও মঞ্চ এর ব্যানারে স্থানীয় মাতাব্বর হাট এলাকায় এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মঞ্চের সভাপতি এড. আব্দুস সাত্তার ফলোয়ান, যুবলীগ নেতা মেজবাহ্ উদ্দিন হেলাল, সাংবাদিক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, ওয়াজি উল্যা জুয়েল, চেয়ারম্যান হারুন অর রশিদ, প্রেস ক্লাবের সম্পাদক ইউছুফ আলী মিঠু, রাকিব হোসেন লোটাসসহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা দাবী করেন, মেঘনার ভয়াবহ ভাঙ্গনে প্রতিনিয়ত গৃহহীন হয়ে পড়ছে শত শত মানুষ। বিস্তীর্ণ এলাকার ফসলি জমি, সরকারি-বেসরকারি বহু স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে নি:স্ব হয়ে পড়েছে এ দু’উপজেলার লাখো মানুষ। এখনো মেঘনার ভাঙ্গণ অব্যাহত রয়েছে। যে কোন প্রাকৃতিক দূর্যোগে জোয়ারের পানিতে তলিয়ে যায় গ্রামের পর গ্রাম। এসময় নিম্ন অন্চলে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করেন। গত ঘূর্ণিঝড় ইয়াসেও ব্যাপক প্রভাব পড়েছে।
এ দুই উপজেলার মেঘনার তীর এলাকার ৩১ কিলোমিটারে কোন বাঁধ না থাকায় এমন পরিস্থিতিতে পড়তে হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা। তারা টেকসই বাঁধ নির্মাণের দাবী জানান।
এদিকে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরের মেঘনার ভাঙ্গন রোধে ৩ হাজার ৯০ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। একনেক সভায় অনুমোদন পেলেই টেকসই বাঁধ নির্মাণের কাজ শুরু হবে বলে জানান লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ।
ভী-বানী/ডেস্ক