ঈদ শুভেচ্ছা জানিয়েছে মানবতার ফেরিওয়ালা দিদার
আমজাদ হোসেন আমু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সব শ্রেণি পেশার মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মানবতার ফেরিওয়ালা ও সাবেক সেনা সদস্য আবদুর রহমান দিদার। তিনি উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রত্যন্ত অন্চলে খেটে-খাওয়া, কর্মহীন, দিনমজুর, অসহায় মানুষের মাঝে চলমান ত্রান সামগ্রী বিতরণ করছেন। তিনি নিজস্ব আঙ্গিকে ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষে উপকূলীয় অন্চলে এসব ত্রান মানুষের বাড়ি গিয়ে ঘরে ঘরে পৌঁছে দেন। তার এমন দৃষ্টান্ত মানুষের নজর কেড়েছে। মানুষ তাকে “মানবতার ফেরিওয়ালা” নামে অভিহিত করেন। তাকে “মানবতার ফেরিওয়ালা” বলে ডাকেন।
আবদুর রহমান দিদার বার্তায় জানান, সারা দেশে করোনা ভাইরাসের প্রকোপ বেড়েই চলছে। এই করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে আল্লাহ নিকট দোয়া চাইতে হবে। আল্লাহ চাইলে এ মহামারী থেকে রক্ষা পাওয়া সম্ভব। কমলনগরে সর্ব সাধারণকে সামাজিক দুরত্ব বজায় রেখে পবিত্র ঈদুল ফিতর উৎযাপন করতে আহবান জানায়। ঈদের আনন্দ যেন সবার মাঝে ছড়িয়ে যায়।
এছাড়াও ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। পবিত্র ঈদুল ফিতরে সৌহার্দ্য-সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মহীমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়। এমনটাই আশা ও প্রত্যাশা করছি। এবং সবসময় যেন মানুষের সেবা করতে পারি।
আবদুর রহমান দিদার, সাবেক চর লরেন্স ইউনিয়নের চেয়ারম্যান হাজ্বি আবদুল গফুর এর ছোট ছেলে। বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফারুক এর ছোট ভাই।
এছাড়াও তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য, জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এবং তিনি কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে (হেলিকাপ্টার) প্রতিকে প্রতিদন্ধিতা করেন।
ভী-বাণী /ডেস্ক