শনিবার, ৮ মে ২০২১
প্রথম পাতা » বিবিধ » বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরাম ড্যাফোডিল ইউনিভার্সিটির উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ
বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরাম ড্যাফোডিল ইউনিভার্সিটির উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ
সাহাব উদ্দিন রিংকন, ঢাকা প্রতিনিধি : ঢাকার ধানমণ্ডিতে অসহায় ছিন্নমুল পরিবারে মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৭ মে) রাজধানীর ধানমণ্ডিতে অসহায় ও ছিন্নমূল মানুষদের মাঝে বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা এ আয়োজন করেন।
এ সময়, প্রায় অর্ধ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী এবং শতাধিক অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়। এ কর্মসূচীতে অংশগ্রহন করেন বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরাম কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক হসপিটাল ফার্মেসী বাস্তবায়ন আন্দোলনের অন্যতম সাবেক ছাত্রনেতা, সাদেক আহমেদ সৈকত।
আরও উপস্থিত ছিলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফার্মেসী বিভাগের প্রথম ব্যাচের সাবেক শিক্ষার্থী, এল্যামনাই, বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম -সাধারণ সম্পাদক, কলাবাগান থানা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু গবেষণা ও স্মৃতি ছাত্র পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট ক্রিড়া সংগঠক, সমাজ সেবক, রাশেদুজ্জামান সরদার শরণ।
সভার সভাপতিত্ব করেন, ড্যাফোডিল ফার্মাসিস্টস্ ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বাদশাহ। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসীর বিভাগের সাবেক বর্তমান শিক্ষার্থীরা এ আয়োজন করেন।
ফার্মাসিস্টস্ ফোরামের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ সৈকত বলেন, এই করোনা মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এমন আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। গরীব মেহনতী মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখাকে অনেক ধন্যবাদ জানায়।
রাশেদুজ্জামান সরদার শরণ বলেন, ড্যাফোডিল ফার্মেসী বিভাগ আমার আবেগের জায়গা। আমার পরিবার। আমি সবসময়ে এই পরিবারের সাথে আছি। এবং ফার্মাসিস্টস্ ফোরাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার সফলতা কামনা করছি।
ভী-বাণী/ডেস্ক