জনগুরুত্বপূর্ণ ব্রীজ নির্মানে চেয়ারম্যান বাপ্পী
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ্ উদ্দীন আহমেদ বাপ্পী জনগুরুত্বপূর্ণ জরাজীর্ণ ব্রীজ নির্মানে তাৎক্ষণিক ভূমিকা রাখেন। তিনি রাতের আধারে জরাজীর্ণ ব্রীজটি সংস্কার করেন।
শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চর কাদিরা ইউনিয়নের ভুলুয়া নদীর উপর নির্মিত আছিয়ার বাপের খেয়া সংলগ্ন ব্রীজটির সংস্কার করেন। এসময় তিনি ইট, বালু ও রটের ঢালাই করা ব্রীজটি মোটা কাঠের তক্তা দিয়ে সংস্কার করেন। এতে এই ব্রীজ দিয়ে চলাচলে আপাতত কোন ধরণের ঝুকি বা বাঁধা থাকল না।
এসময় চেয়ারম্যান বাপ্পী জানান, সামাজিক যোগাযোগ ফেইসবুকে কিছু উদ্যোগি যুবক এই ব্রীজটির ছবি প্রকাশ করেন। এগুলো দেখে রাতেই চলে গেলাম ব্রীজটি নির্মান করতে। কারণ এটি জনবহুল একটি চলাচলের সড়ক। এটা সংস্কার করা জরুরী ছিল। এছাড়াও উপজেলার প্রতিটি এলাকায় উন্নয়নমুলক কাজে সবার এগিয়ে উচিত বলে তিনি মনে করেন।
তিনি আরও জানান, এই ব্রীজটি খুব দ্রুত সরকারী ভাবে করতে এলজিইডি অফিসকে পূর্ণ নির্মানে চিঠি দেয়া হবে। যেন দ্রুত বাজেট প্রয়নন করে কাজটি সম্পূর্ন করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘ দিন যাবত এই ব্রীজটি জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এখানে যাতায়তে প্রায় সময় দুর্ঘটনায় পড়তে হত । উপজেলা চেয়ারম্যান নিজেই এসে ব্রীজটি সংস্কার করে দেয়। যার কারণে আপাতত কোন ধরণের দূর্ভোগ বা দুর্ঘটনা হবে না। তবে তারা মনে করেন সরকারীভাবে দ্রুত ব্রীজটি সংস্কার করা।
ভী-বাণী