গাইবান্ধায় বিকট শব্দে বিষ্ফোরন নিহত ২
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে অজ্ঞাত দ্রব্য বিস্ফোরেণে দু্ই ব্যক্তি নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরো দুইজন গুরতর আহত হয়েছে।
বুধবার ( ২৪ মার্চ )বিকেলে উপজেলার কামারদহ ইউনিয়নের মেকুরাই নয়াপাড়া গ্রামে বোরহানের বাড়িতে এ ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
নিহত দু’জনের মধ্যে এক জন কুরাই নয়াপাড়া গ্রামে বাসিন্দা অহেদুল (৩৮) এবং অন্য একজন অপরিচিত। গুরতর আহত বাড়ির মালিক কাসেম প্রধানের ছেলে বোরহান (৩৬) অপজন অপরিচিত।
স্থানানীয়রা জানান, বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে তিন থেকে চারজন অপরিচিত ব্যক্তি বোরহানের বাড়িতে ঢোকে। কিছুক্ষন পরে বাড়ির মধ্যে শোরগোল ও গুলির শব্দ শুনতে পায়। পরে বিকট শব্দে বিস্ফোরণে ঘরের টিনের চাল উড়ে যায়। অনেকেই বলছেন হাত বোমা অবার অনেকেই বলছেন গ্যাসের সিলিন্জার তবে কি বিষ্ফোরণ করেছে এটা কেউ নিশ্চিত করতে পারেনি।
এই বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) একেএম মেহেদী হাসানের দু’জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কি ধরনের বিষ্ফোরক দ্রুব্য আর কি কারনে বিস্ফোরণ জানা যায়নি।
ভী-বানী/ডেস্ক