পাত্রীর হাতে আংটি পরাবে কে?
প্রশ্ন : আমাদের সমাজের কিছু লোক বিয়ের জন্য পাত্রী দেখার সময় হাতের কনুইয়ের নিচ পর্যন্ত এবং পায়ের হাঁটুর নিচ পর্যন্ত দেখে। আবার অনেকে তখন নিজ হাতে আংটি পরিয়ে দেয়। এভাবে পাত্রী দেখা কি বৈধ?
হাসান পাটওয়ারি, সাভার
উত্তর : বিয়েতে ইচ্ছুক পাত্রের জন্য পাত্রীর শুধু চেহারা এবং দুই হাতের কবজি পর্যন্ত ও দুই পায়ের টাখনুগিরা পর্যন্ত দেখা জায়েজ। এ ছাড়া অন্য কোনো অঙ্গ, এমনকি হাতের কবজি থেকে ওপরের অংশ এবং পায়ের গিরার ওপরের অংশ দেখাও নাজায়েজ। আর পাত্রীর হাত বা কোনো অঙ্গ স্পর্শ করাও জায়েজ নয়। তাই পাত্রের জন্য পাত্রীকে আংটি পরিয়ে দেওয়া জায়েজ হবে না। আংটি পরিয়ে দিতে চাইলে পাত্রপক্ষের মেয়েদের কেউ পরিয়ে দিতে পারে। অথবা পাশে পাত্রীর মাহরাম যারা থাকে, তাদের কাছে দিয়ে দেওয়া যেতে পারে।
সূত্র : তাবয়িনুল হাকায়েক : ৭/৪০; বাদায়িউস সানায়ে : ৪/৩০১; রদ্দুল মুহতার : ৬/৩৭০; ইলাউস সুনান : ১৭/৩৮০