মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
প্রথম পাতা » ফিচার » নৌকা চালিয়ে সড়ক পথে প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন ইউছুফ
নৌকা চালিয়ে সড়ক পথে প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন ইউছুফ
লক্ষ্মীপুর প্রতিনিধি : একটি ব্যতিক্রমী উদ্যোগ নৌকা বানিয়ে সড়ক পথে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে ১৭ই মার্চ যাত্রী নিয়ে ঢাকায় যাবে ইউছুফ। নৌকাটি সড়ক ও নদী উভয় স্থানেই চলতে পারবে। এই নৌকায় আছে গাড়ির মত স্ট্যায়ারিং, আবার নদীতে চলার জন্য পিছনে দুটি পাখা। নৌকাতে উঠার জন্য রয়েছে বিমানের আদলে সিঁড়ি। আছে গিয়ার, ফলোক্যামেরা, হেড লাইট, ইন্ডিকেটর, এসি ফ্যান, হর্ণ এবং মিটার বোর্ড। পাটাতনে রয়েছে দৃষ্টিনন্দন ডিজাইনের ছাউনি। ২৪ যাত্রী বসার ব্যতিক্রমী এ উভচর নৌকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চড়াতে চান, নৌকার কারিগর ইউছুপ।
জল ও স্থলে চলা উভচর নৌকাটির নাম রাখা হয়েছে “জল ডাঙা মুজিব পরিবহন’’। নৌকার বডিতে জাতীয় কয়েকটি প্রতীকের সাথে জাতির জনক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি আঁকা নান্দিক ডিজাইনের।
এ নৌকাটি বানিয়েছেন, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের পূর্ব চর কলাকোপা গ্রামের আবুল কালামের ছেলে ও নৌকা তৈরির কারিগর মো: ইউছুফ। তিন বছর ধরে অক্লান্ত পরিশ্রমে ১৪-১৫ লাখ টাকা ব্যয় করা এ নৌকাটি কাজ প্রায় শেষ। এখন প্রতিদিনই ব্যতিক্রম এই উভয় চর নৌকাটি দেখতে ভীড় করছে গ্রামের শতশত মানুষ।
নৌকার কারিগর ও মালিক ইউছুপ জানিয়েছেন, মুুজিবশতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে জাতির জনকের প্রতি ভালোবাসা আর নিজের পরিশ্রমে বানানো নৌকা, জল ডাঙা মুজিবপরিবহন। সেজন্য ১৫ মার্চ নিজ গ্রামেই উদ্ভোধন করে ১৭ মার্চ যাত্রী নিয়ে সড়ক পথে ঢাকায় রওয়ানা হবেন। তার প্রত্যাশা মাননীয় প্রধানমন্ত্রী অন্তত একবার তার নৌকায় ওঠে নৌকাটি দেখবেন।
ইউসুফ আরো জানান, সর্বপ্রথম বাবা আমাকে ৫০ হাজার টাকা হাতে তুলে দিয়ে নৌকা তৈরির জন্য অনুপ্রেরণা দেন। স্থানীয় মো: করিম ও মো: আলাউদ্দিনের কিছু সহযোগিতার পাশাপাশি আমার স্ত্রীও সব সময় নানা ভাবে আমাকে সহযোগিতা করেন।
এদিকে ইউসুফের বাবা আবুল কালাম জানান, ১৯৭০ সালের বন্যার পরে স্থানীয় চর পোড়াগাছা গুচ্ছগ্রামে আসেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে সময় আবুল কালামের বাবা মাটি কেটে ওই কিল্লা স্থাপনে সহযোগী ছিলেন। বাবার মুখে বঙ্গবন্ধু’র কথা শুনে সে থেকে বঙ্গবন্ধু ও আওয়ামীলীগকে প্রচন্ড ভালোবাসেন ইউছুফের বাবা কালাম। নিজের ছেলে ইউছুফও বাবা এবং দাদার মতোই একই ভাবে বঙ্গবন্ধু ও আওয়ামীলীগকে প্রচন্ড ভালোবাসেন।
স্থানীয়রা জানায়, আওয়ামী লীগের প্রতি প্রবল পাগল ইউছুপ ২০১৯ সাল থেকে কাজ শুরু করেছিল নৌকাটি নির্মাণের। দিনের বেলায় নিজের কাজ শেষে রাত জেগে তৈরি করেছিলেন নৌকা।
স্থানীয়রা আরো জানায়, সারাজীবন মানুষের নৌকা তৈরিতে ব্যস্ত ছিলো মো: ইউসুফ মেস্ত্রী ও তাদের পরিবার। নিজেদের কোন নৌকা না থাকলেও স্বপ্ন পূরনের অঙ্গিকার নিয়ে নিরলস পরিশ্রম। তিনি মনে করেন, ওই দিনই তার স্বপ্ন আর কষ্ট স্বার্থ হবে যদি প্রধানমন্ত্রী তার বানানো নৌকাটি ছুয়ে দেখেন। সেজন্য সকলের সহযোগিতা চান তিনি।
ভী-বানী/ডেস্ক/ আমু