নন্দীগ্রামে আত্মহত্যা প্ররোচনা মামলায় স্বামী গ্রেপ্তার
বগুড়ার নন্দীগ্রামে উপজেলার পল্লীতে গৃহবধূর আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী বাবু প্রামানিককে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। সে ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামের ইয়াকুব আলীর ছেলে। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়রা জানায়, গত শুক্রবার সকালে তিনি স্ত্রী বিথীকে ল্যাপটপ নিয়ে আসতে বলেন। ল্যাপটপ নিয়ে আসার সময় বিথীর হাত থেকে সেটি পড়ে যায়। এতে বাবু ক্ষিপ্ত হয়ে বিথীকে মারপিট করেন। মনের ক্ষোভে বিথী অন্য ঘরে গিয়ে ওষুধ সেবন করে। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে বিথীকে নিয়ে যান বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিথী মারা যান। পরে নিহতের বাবা বাদেশ হোসেন বাদী হয়ে জামাই বাবু প্রামানিককে আসামি করে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন।
নন্দীগ্রাম থানার ওসি মোহাম্মদ শওকত কবির বলেন, আত্মহত্যায় প্ররোচনা মামলায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার বাবুকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।