বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » বিবিধ » প্রধান শিক্ষকের খাম-খেয়ালীপনায় শ্রমিক পরিবার অবরুদ্ধ
প্রধান শিক্ষকের খাম-খেয়ালীপনায় শ্রমিক পরিবার অবরুদ্ধ
লক্ষ্মীপুর প্রতিনিধি : দিনমজুর শ্রমিক পরিবারের বাড়ির তিন দিকে গভীর খাল কেটে তাদের চলাচলের পথ অবরুদ্ধ করার অভিযোগ ওঠেছে প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষকের
বিরুদ্ধে। এতে বাড়ি থেকে বের হওয়ার পথ বন্ধ হয়ে যাওয়ায় ভুক্তভোগী বাড়ির মালিক ইউছুফ পরিবার পরিজন নিয়ে দুর্ভোগে পড়েছেন।
লক্ষ্মীপুরের কমলনগরের তোরাবগঞ্জ ইউনিয়নের ৪ নং ওর্য়াডের তোরাবগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী ইউছুফ তোরাবগঞ্জ গ্রামের আনোয়ারুল হকের ছেলে এবং পেশায় ইটভাটার শ্রমিক। অন্যদিকে অভিযুক্ত মো: রফিক একই গ্রামের বাসিন্দা এবং সদর উপজেলার কুশাখালি ইউনিয়নের ঝাউডগি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
বৃহস্প্রতিবার (২৮ জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, গভীর নালা কাটায় বাড়িটির আশে পাশের বসবাসকারী কয়েকটি পরিবার বাড়ি থেকে বের হতে পারছে না। গভীর নালার নিচে পানি জমা রয়েছে। নালা তৈরির ফলে পিছনের একটি বাড়ির বাসিন্দাদের চলাচলের পথ প্রায় বন্ধ হয়ে গেছে। বাসিন্দারা বাড়ি থেকে ঠিক মতো বের হতে পারছে না। ভুক্তভোগীর বাড়ির আড়া-বেড়া গুলো ভেঙ্গে পড়ছে।এবং বর্ষা মৌসুমে বাড়িটি ভেঙ্গে থাকা অনুপযোগী হয়ে পড়বে। বাচ্চারা স্কুলে যেতে পারবে না।
স্থানীয়ভাবে জানা যায়, তোরাবগঞ্জ গ্রামের বাসিন্দা ইউছুপ প্রতিবেশী আলমগীর থেকে ১৬শতক জমি কিনে বাড়ি তৈরি করেন। প্রায় ৪ বছর যাবত তিনি
পরিবার নিয়ে ওই বাড়িতে বসবাস করছে।
বাড়ির বাসিন্দা মুরশিদা বেগম জানান, শিক্ষক মো: রফিকের ভাই দক্ষিণ কোরিয়া
বিএনপির সাবেক সভাপতি মরহুম নুরুল আমিনের নিকট থেকে ক্রয় করা ২শতক জমির
ওপর দিয়ে তাদের বাড়ির চলাচলের পথ ছিল। নুুরুল আমিন প্রবাসে থাকার কারণে
ওই ২শতক জমির রেজিষ্ট্রি সম্পন্ন হয়নি।
নুরুল আমিন কোরিয়ায় মৃত্যুবরণ করার পর তার ছেলে শিবলু ও স্ত্রী রহিমা ওই দুইশতক জমি রেজিষ্ট্রি দিবে বলে তাদের কাছ থেকে ২০ হাজার টাকা নেন।
কিন্ত এর মাঝে গত কয়েক দিন আগে রফিক মাস্টার লোকজন দিয়ে তাদের বাড়ির পথ কেটে ফেলে। বাঁধা দিলে তাদেরকে পিটিয়ে আহত করে। শেষে তাদের বাড়ির তিন দিকে কেটে গভীর নালা তৈরি করে। এখন স্থানীয়দের মাধ্যমে জানতে পারি রফিক মাস্টার নাকি তাদের কাছে বিক্রিত ২শতক জমিসহ নুরুল আমিনের নামের জমিটি কিনেছে।
এসময় তিনি অভিযোগ করে আরো জানান, রফিক মাস্টার এখন তাদের বাড়ি তার নিকট
বিক্রি করে চলে যাওয়ার জন্য নানা ভাবে চাপ দিচ্ছে। কিন্ত তারা অসহায় কোথায় যাবে ? কিভাবে এখানে থাকবে ?
এ বিষয় জানতে চাইলে তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন
জানান, ইটভাটার শ্রমিকের স্ত্রী মুরশিদা বেগম তাকে বিষয়টি জানিয়েছে। তিনি ওই শিক্ষককে পরিষদে আসার জন্য খবর দিয়েছি। কিন্ত সে নানা ব্যস্ততা
দেখিয়ে আসেন নি ।
তিনি আরো জানান, ব্যক্তি সম্পত্তি হলেও কারো চলাচলের পথ বন্ধ করে দেওয়া খুুুুবই অমানবিক।