সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » সারাদেশ » লক্ষ্মীপুরে হাটু ভাঙ্গা ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যা..! নাকি আত্নহত্যা..!
লক্ষ্মীপুরে হাটু ভাঙ্গা ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যা..! নাকি আত্নহত্যা..!
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে গাছের নিচু ডালে হাটু ভাঙ্গা পা মাটিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এটা কি হত্যা..! নাকি আত্নহত্যা…! প্রশ্ন জনমতে..
ইটভাটার শ্রমিক কাশেম আলী’র (২৯) মরদেহ পড়ে থাকে গাছের নিচু ডালে। গলায় মাফলার পেছানো। জনমতের প্রশ্ন কে বা কাহারা কাশেম আলীকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের ডালে ঝুলিয়ে রেখেছে। গলায় মাফলার পেঁছানো থাকলেও ভাঙা হাটু মাটিতে লেগে ছিল। আত্নহত্যা হলে পা মাটিতে পড়ে থাকবে কেন..?
সোমবার (১৮ জানুয়ারি) সকালে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আন্ধারমানিক গ্রামে এমন ঘটনা ঘটে।
জানা গেছে, কাশেম আন্ধারমানিক গ্রামের আবু তাহেরের ছেলে। তার সংসারে স্ত্রী নুর জাহান আক্তার ও আরমান হোসেন নামের দেড় বছরের এক পালক ছেলে রয়েছে। তিনি স্থানীয় জসিম ব্রিক ফিল্ডে শ্রমিকের কাজ করতেন।
স্থানীয় চা দোকানি বৃদ্ধ আবদুর রহিম জানান, ঘটনার আগে কাশেম তার দোকানে চা খেয়েছে। চা খেয়ে কাশেম বাড়ির দিকে রওয়ানা দেয়। পরে লোকজনের কাছে কাশেমের মৃত্যুর খবর পাই।
সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেহ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এবং ঘটনার সত্যতা জানতে তদন্ত হচ্ছে।
জসিম ব্রিক ফিল্ডের মাঝি ও কাশেমের জেঠাতো ভাই সবুজ হোসেন বলেন, সকাল পৌনে ৮টার দিকে কাশেম ব্রিক ফিল্ড থেকে বাড়ির উদ্দেশ্যে বের হয়। কাশেম খুবই সহজ-সরল। কে বা কাহারা এমন করেছে জানি না। তবে প্রশাসনের কাছে জোর দাবি দ্রুত তদন্ত করে মুল ঘটনা উৎঘাটন করা হোক।
ভী- বানী / ডেস্ক