সোমবার, ৭ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » বিবিধ | রাজনীতি » ১৫ অক্টোবর থেকে লক্ষ্মীপুর ছাত্রলীগের ১৫টি শাখার সম্মেলন
১৫ অক্টোবর থেকে লক্ষ্মীপুর ছাত্রলীগের ১৫টি শাখার সম্মেলন
আগামি ১৫ অক্টোবর থেকে লক্ষ্মীপুর ছাত্রলীগের ১৫টি শাখার সম্মেলনের তারিখ ঘোষনা করেছে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত কয়েকটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানা গেছে।
১৫ অক্টোবর কমলনগর উপজেলা ও হাজিরহাট উপকূল সরকারি কলেজ ছাত্রলীগের সম্মেলন দিয়ে তা শুরু হবে। এরপর ২০ অক্টোবর চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সম্মেলন হবে।
২৯ অক্টোবর রায়পুর উপজেলা, রায়পুর পৌরসভা ও রায়পুর সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের সম্মেলন হবে।
রামগঞ্জ উপজেলা, রামগঞ্জ পৌরসভা ও রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সম্মেলন ৭ নভেম্বর।
রামগতি পৌরসভা ও আ.স.ম আবদুর রব সরকারি কলেজ ছাত্রলীগের সম্মেলন আগামী ১৪ নভেম্বর। কফিল উদ্দীন ডিগ্রী কলেজ ছাত্রলীগের সম্মেলন ২১ নভেম্বর। লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের কমিটির সম্মেলন ২৪ নভেম্বর এবং লক্ষ্মীপুর সদর উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষনা করা হয়েছে আগামী ২৮ নভেম্বর।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাৎ হোসেন শরিফ বলেন, লক্ষ্মীপুরে ছাত্রলীগের কার্যক্রম আরো গতিশীল করা ও নতুন নেতৃত্ব তৈরীর লক্ষ্যে ১৫টি শাখা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়ে