“মানবতার দেয়াল” এর শুভ সূচনা
লক্ষ্মীপুর প্রতিনিধি : ” মানবতার দেয়াল ” আপনার বাসা বা অব্যবহারিত পুরোনো জামা কাপড় সাধ্যের মধ্যে রেখে যাওয়ার একটি স্থান। যা ব্যবহার ইচ্ছুক সুবিধাবঞ্চিত মানুষ চাইলেই যেখান থেকে প্রয়োজনের কাপড়টা নিয়ে যাবেন নির্দ্বিধায়। এই মানবতার দেয়ালটি উদ্বোধন করা হয়েছে লক্ষ্মীপুরের কমলনগরের হাজির হাট বাজারে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনের একটি দেয়ালে।
সোমবার(১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার হাজিরহাট বাজারের দক্ষিনে ইউনিয়ন পরিষদের পাশ্বে এটি স্থাপন করা হয়েছে।
এসময়, স্বপ্ন জয় ফাউন্ডেশনের কোয়েল, সুমন, তামিম, শাহেদ জানান, তারা অসহায় মানুষকে কিছু সহনশীলতার কাজ হিসেবে”মানবতার দেয়াল” তৈরি করেন। যেখানে বাসার অপ্রয়োজনীয় কাপড় সুবিধা বঞ্চিদের জন্য দেয়ালে ঝুলিয়ে রাখার সুযোগ রয়েছে। এ মানবতার দেয়ালে যে কেউ চাইলে তার অব্যবহারিত জামা কাপড় রেখে যেতে পারবে। যা কিছু সুবিধাবন্চিত মানুষ চাইলেই যেখান থেকে প্রয়োজনীয় কাপড়টা নিয়ে গিয়ে ব্যবহার করতে পারবেন।
এছাড়াও অসহায় ও গরীব দুঃখী মানুষের পাশে থাকতে ব্লাড ব্যাংক, মানবতার দেয়াল সহ বিভিন্ন সামাজিক কাজ করছে স্বপ্নজয় ফাউন্ডেশন।
কমলনগর রিপোর্টার্স ক্লাব সভাপতি ইসমাইল হোসাইন বিপ্লব এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, কমলনগর প্রেসক্লাব সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, জেলা পরিষদ সদস্য মোশাররফ হোসেন বাঘা, কমলনগর উপজেলা কৃষক লীগ সভাপতি ডাঃ হারুনুর রশিদ, হাজির হাট বনিক সমিতি সভাপতি সৈয়দ আইউব আলী, সাংবাদিক আমজাদ হোসেন আমু, কমলনগর সম্মিলিত স্বেচ্ছাসেবী সমন্বয় পরিষদের যুগ্ম আহবায়ক আক্তার মাহমুদ, শরাফ উদ্দিন স্বপনসহ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, স্বপ্নজয় ফাউন্ডডেশনে সিনিয়র সহ সভাপতি সাইফ সুমন, সাধারণ সম্পাদক জিদান মাহমুদ কোয়েল, সহ সভাপতি সাহেদুল ইসলাম, সহ সম্পাদক হাসনাত জামান তামিম, সাংগঠনিক সম্পাদক রবিন হোসেন, মো. মনির, মো.বাবুল হোসেন, আরাফাত হোসেন, আঃ মান্নান, আমান উল্ল্যাহ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, কমলনগর ফাউন্ডেশন সভাপতি ও কমলনগর সম্মিলিত স্বেচ্ছাসেবী সমন্বয় পরিষদের আহবায়ক এ আই তারেক ।