সড়ক পরিবহন আইন বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরের “নিরাপদ সড়ক চাই” সংগঠনের পক্ষে সড়ক পরিবহন আইন ২০১৮ এর পূর্ণ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।
রবিবার( ০১ লা নভেম্বর) সকালে উপজেলার হাজিরহাট বাজারে রিপোর্টাস ক্লাব রুমে এ সংবাদ সম্মেলন করা হয়।
এ সময়, নিরাপদ সড়ক চাই উপজেলা সভাপতি মো.ইসমাইল হোসেন বিপ্লব বলেন, “পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয় “এই স্লোগানে নিরাপদ সড়ক আন্দোলন ১৯৯৩ সালে পথ যাত্রা শুরু করে। এর ধারাবাহিকতায় ২০১৭ সালে সরকার ২২ই অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা করে। এবং ২০১৮ সালে সড়ক পরিবহন আইনকে যুগোপযোগী করে সড়ক পরিবহন আইন পাস করে। ১লা নভেম্বর ২০১৯ সালে আইনটি কার্যকর শুরু করে। মাত্র ১৪দিন আইনটি প্রয়োগের পর শ্রমিকদের আন্দোলনের মুখে ৬ মাস স্থগিত করা হয়। পরবর্তীতে করোনা ভাইরাসের কারনে ৩১ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়।
তিনি আরও জানান,নিরাপদ সড়ক চাই’র কেন্দ্রীয় সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আইনটি পূর্ণরায় চালু করতে সারা দেশে সংবাদ সম্মেলনের ডাক দেয়।
আরও উপস্থিত ছিলেন, কমলনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াজি উল্লাহ জুয়েল, নিসচা কমলনগর শাখার সিদ্দিক মিয়া, ছাত্রলীগের সাবেক আহবায়ক ও নিসচার সহসভাপতি রাকিব হোসেন সোহেল, কমলনগর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবলু বাংলা, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম তারেক, দপ্তর সম্পাদক সৈয়দ মোঃ ফয়েজ, সাহিত্য সম্পাদক ইউসুফ আলী ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।