দ্বিতীয় প্রেম প্রথমটির চাইতেও সুখের হয়
প্রেম কি আসলে? বলে কয়ে নাকি প্রেম হয় না। প্রেম এমনি চলে আসে। যদিও বলা হয়ে থাকে প্রেমের নাম বেদনা। তারপরেও মানুষের জীবনের কাটানো অন্যতম সুখের দিনগুলো বলতে গেলে এ প্রেমকেই বুঝায়। আর অন্য আট-দশটা সম্পর্কের মতো এ সম্পর্ক একবারেই আলাদা। এর অনুভূতিটাও আলাদা। একজন যখন প্রথম প্রেমে পরে, সে প্রেমকে ধরে রাখতে চায়। তাই সকলের কাছে তার প্রথম প্রেম এক অন্যরকম অনুভুতি নিয়ে ধরা দেয়।
তবে অনেক ক্ষেত্রে হয়ত প্রথম প্রেম আর পরিনতি পায় না। এতে অনেকে ভেঙে পড়েন। আবার অনেকে নতুন করে জীবনকে গোছাতে শুরু করেন। এই নতুন জীবনে আপনার নতুন প্রেমেরও আবির্ভাব হতে পারে।
দ্বিতীয় প্রেম কি হতে পারে? জীবন চলার পথে হয়ত আবার কেউ মনের গহীনে জায়গা করে নিতে পারে এবং আপনার জীবনকে আবার প্রেমে রাঙিয়ে তুলতে পারে। যেই আপনি প্রথম প্রেম ভেঙে যাওয়ায় ভেবেছিলেন আপনাকে দিয়ে আর প্রেম হবে না। সেই আপনিই নতুন করে প্রেমে পড়লেন।
এই দ্বিতীয় প্রেমের কিছু উপকারীতাও আছে। যা প্রথম প্রেম ভেঙে যাওয়ার আফসোসটাকে মুছে দিবে। জেনে নেওয়া যাক উপকারীতাগুলো।
১. সাধারণত প্রথম প্রেমের ক্ষেত্রে সবাই অভিজ্ঞতাহীন । কিন্তু প্রথম প্রেম আপনাকে অনেক কিছু শিখিয়ে দেয়। তাই এরপর থেকে আর গোল্লায় যাবার কোনো চান্স থাকে না।
২. প্রথম প্রেমটি ভেঙে যাওয়ার পর হয়ত ভেবেছিলেন আপনি আর কখনোই প্রেমে পড়বেন না। দ্বিতীয় প্রেমে পড়ার পর হয়ত বুঝবেন আসলে প্রেম আসলেই অমর।
৩. প্রথমটি ভেঙে যাওয়ার কারণ বেশিরভাগ ক্ষেত্রেই হয় পারফেকশনের সন্ধান করে ব্যর্থ হওয়া। দ্বিতীয়টিতে সেই সম্ভাবনা খুব কম। কারণ, আপনি হাড়ে হাড়ে জানেন, পারফেকশন বলে কিছু নেই।
৪. প্রথমবারের ব্যর্থতা থেকে নেয়া শিক্ষা আপনার চোখ খুলে দিয়েছে। অনেক কিছু বুঝতে শিখেছেন আপনি।। তাই অতি বড় শত্রুও আপনাকে ‘প্রেমে পড়ে অন্ধ’ বলতে পারবে না।
৫. যে যে অক্ষমতার কারণে প্রথম প্রেমটি ভেঙে যায় সেগুলোকে মেনে নিয়েই হয়ত একে রক্ষার ব্যাপারে আপনি আরও বেশি যত্নবান হবেন, তা নতুন করে বলার কিছু নেই।
সুতরাং সব কিছু ভুলে দ্বিতীয়বার প্রেমে পড়ুন। পুরুষ হোন আর নারীই হোন, দ্বিতীয়টির দাম আপনার কাছে অনেক বেশি। তাই দ্বিতীয় হৃদয়ের যত্ন রাখুন।