শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » সারাদেশ » মাত্র ১৪ দিনেই কমলনগরের মতিরহাট-তোরাবগঞ্জ সড়কে নির্মাণ হলো বেইলী ব্রিজ
মাত্র ১৪ দিনেই কমলনগরের মতিরহাট-তোরাবগঞ্জ সড়কে নির্মাণ হলো বেইলী ব্রিজ
লক্ষ্মীপুর প্রতিনিধি : মেঘনা নদীর জোয়ারে রাস্তা ভেঙ্গে গিয়ে খালে পরিণত হওয়ার মাত্র ১৪ দিনের মধ্যে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ-মতিরহাট সড়কে বেইলী ব্রিজ নির্মাণ করা হয়েছে। তবে এলাকাবাসী দাবি করেন এলাকা রক্ষায় আগের ন্যায় রাস্তা তৈরি করা হোক।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী ব্রিজ পরিদর্শনে এসে জানিয়েছেন, আগামি যে কোন সময় থেকে এ ব্রিজটি পথচারীসহ যাত্রীদের জন্য উন্মোক্ত করে দেয়া হবে। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর উপস্থিত ছিলেন।
স্থানীয় ভাবে জানা যায়, উপজেলা তোরাবগঞ্জ-মতিরহাট সড়কের দূরত্ব মাত্র ৮কিমি। কিন্তু সড়কটির অবস্থান এবং যানবাহন চলাচলসহ বিভিন্ন কারণে এটি লক্ষ্মীপুর জেলার অতিগুরুত্বপূর্ন সড়ক। এ সড়ক ধরেই ভোলা-বরিশালসহ দেশের পশ্চিমাঞ্চলের বহু মানুষ ঢাকা, চট্টগ্রামে যাতায়াত করে।
অন্যদিকে লক্ষ্মীপুরের বিখ্যাত ইলিশ কেনাবেচার ঘাটও এ সড়কের শেষ প্রান্ত মতিরহাট বাজার।
গত আগষ্ট মাসের মাঝামাঝি সময়ে মেঘনার অস্বাভাবিক জোয়ারে মতিরহাট সংলগ্ন এলাকায় সড়কের প্রায় ১০০ ফুট এলাকা ভেঙ্গে রাতারাতি খালে পরিণত হয়। বন্ধ হয়ে যায় সকল প্রকার যান চলাচল। খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে এসে উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী ওই এলাকায় সাময়িক যান চলাচলের জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে একটি বেইলি ব্রিজ স্থাপনের আশ্বাস দিয়ে কাজ শুরুর নির্দেশ দেন। এরপর মাত্র ১৪ দিন পর ব্রিজটির নির্মাণ কাজ প্রায় শেষ।
স্থানীয়রা দাবি করেছে এ ব্রিজটি সাময়িক চললেও ওই স্থানে মাটি দিয়ে ভরাট করে আগের রাস্তা দ্রুত ফিরিয়ে দিতে হবে নতুবা দু’পাশের খালের পানিতে পুরো রাস্তাটি বিলীন সেখানে নদী তৈরি হবে।