শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম | রাজনীতি » কমলনগরে ছাত্রলীগের সভাপতি পদে আলোচনায় - রুবেল
কমলনগরে ছাত্রলীগের সভাপতি পদে আলোচনায় - রুবেল
জেলা প্রতিনিধি (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগের সভাপতি পদে আলোচনায় এগিয়ে রয়েছেন তানজুর রহমান রুবেল। তৃণমূল ছাত্রলীগের দাবী তিনিই হবেন উপজেলা ছাত্রলীগের কান্ডারী। উপজেলা ছাত্রলীগের সম্মেলনে নিজের শোডাউন, মিছিল,শ্লোগানে ভিন্ন রকম তুলে ধরেন।
তৃণমূল ছাত্রলীগের নেতারা জানান, তিনি ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আর্দশে নিজেকে তৈরি করেছেন । তিনি পরিশ্রমী ছাত্র নেতা হিসেবে সবার মধ্যে আলোচনায় রয়েছেন। তিনি সবসময় দলের সকল কার্যক্রমে নিবেদিত । উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় সময় সাংগঠনিক কার্যক্রমে সাধারণ ছাত্রদের সুখে,দুঃখে তাদের পাশে থাকেন। দলের সকল কার্যক্রমে ইউনিয়ন, ওয়ার্ডের তার ব্যাপক পদাচরণ রয়েছে। তিনি দলের মিছিল,মিটিং, সভায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন।
তারা আরও জানান, তানজুর রহমান রুবেলকে উপজেলা ছাত্রলীগের সভাপতি করা হলে তৃণমুল ছাত্রলীগের নেতা-কর্মী ও সাধারণ ছাত্ররা সাংগঠনিকভাবে শক্ত হবে।
তানজুর রহমান রুবেল জানান, তিনি স্কুল জীবন থেকে বঙ্গবন্ধুর আর্দশে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। জয় বাংলার স্লোগানে নিজেকে জড়িয়ে রেখে চলছেন। সবসময় দলের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করছেন। দল বিরোধী কোন কাজে নিজেকে জড়িত করেননি। বরং বিরোধীদের নির্যাতনের শিকার হয়েছেন।
তিনি আরও জানান, বঙ্গবন্ধুর মুজিবসেনা ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড হিসাবে ছাত্রলীগের রাজনীতি করেন। তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি হতে সকলের দোয়া কামনা করেন।
তানজুর রহমান রুবেল, তোরাবগন্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি, লক্ষ্মীপুর সরকারী কলেজ বিভাগীয় শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন। এবং বর্তমানে তোরাবগন্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পদকের দায়িত্বে রয়েছেন।
প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর উপজেলা ছাত্রলীগের কাউন্সিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময়, জেলা ছাত্রলীগের নেতারা পরীক্ষার মাধ্যমে কমিটি দিবেন এমনটাই জানান।
জেলা ছাত্রলীগের সম্পাদক জিয়াউল হক নিশান জানান, সাংগঠনিক কাঠামো শক্ত ও মেধাবী সাংগঠনিক কর্মীকে দায়িত্বে আনতে পরীক্ষা নেওয়া হয়েছে। বঙ্গবন্ধু ও দেশ নেত্রী শেখ হাছিনা এবং ছাত্রলীগ সম্পর্কে মেধা যাচাই-বাচাই করে স্বচ্ছ কমিটি দেওয়া হবে।
খোলাডাক / এএ