কমলনগরে জালিয়াতি মামলায় পলাতক আসামি গ্রেফতার
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে সরকারি গুরুত্বপুর্ণ দস্তাবেজ জালিয়াতি মামলার পলাতক আসামী মো: রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মোশারফ হোসেন চর জাঙ্গালিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে (এনআইডি, জন্মনিবন্ধন, সার্টিফিকেট) সরকারি গুরুত্বপূর্ণ দস্তাবেজ জালিয়াতি করার অপরাধে কমলনগর থানার মামলা নং ০২, ধারা ৪৬৬/৪২০, তারিখ ৭মে মামলা রুজু হয়। মামলা রুজুর পর থেকে উক্ত আসামি আত্মগোপনে চলে যায়।
মো. রুবেল উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামের আবুল কাশেম দফাদারের ছেলে।
জানা যায়, স্থানীয় অভিযোগের ভিত্তিতে কমলনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মোবারক হোসেন ৬মে হাজিরহাট বাজারের বিভিন্ন কম্পিউটার দোকানে অভিযান পরিচালনা করেন।
এ সময় রূপনগর ষ্টুডিও শিমুল ষ্টুডিওতে অভিযান পরিচালনা করা সময় (এনআইডি, জন্মনিবন্ধন, সার্টিফিকেট) সরকারি গুরুত্বপূর্ণ দস্তাবেজ জালিয়াতির প্রমান পায়। এসময় ৪টি কম্পিউটার ও এনআইডি, জন্মনিবন্ধন ও সার্টিফিকেট জব্দ করা হয়। অভিযান পরিচালনার সময় আসামি সুদেব মজুমদার ও শিমুল মজুমদারক আটক করা গেলেও আসামি মো. রুবেল কৌশলে পালিয়ে যায়।
কমলনগর থানার এসআই মো. মোশারফ হোসেন জানান, সরকারি গুরুত্বপুর্ণ দস্তাবেজ জালিয়াতি মামলার পলাতক আসামী মো: রুবেলকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরন করা হবে।
ভি-বানী/ডেস্ক