রবিবার, ৩০ আগস্ট ২০২০
প্রথম পাতা » সারাদেশ » সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম এমপি’র প্রথম মৃত্যু বাষির্কী
সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম এমপি’র প্রথম মৃত্যু বাষির্কী
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর - ৪ (রামগতি-কমলনগর) উপজেলার সাবেক সংসদ সদস্য, প্রবীন আওয়ামী লীগ নেতা আলহাজ্ব সিরাজুল ইসলামের প্রথম মৃত্যু বাষির্কীতে দোয়া করা হয়।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চর লরেন্স বাজারে ক্রিড়া সংস্থার এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন।
প্রসঙ্গত, তিনি গত ২৯ আগস্ট ২০১৯ সালে রাতে তার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তিনি লক্ষ্মীপুরের সাবেক রামগতি বর্তমান কমলনগরের চর লরেন্স ইউনিয়নের চর লরেন্স গ্রামে ১৯৩৫ সালে জন্ম গ্রহন করেন। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে পাকিস্তানি বাহীনিদের সাথে বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করেন। এবং সফল ভাবে স্বাধীনতা লাভ করেন।
স্বাধীনতার আগে দেশের ক্লান্তিকালে ১৯৭০ সালে সাধারণ নির্বাচনে হাতিয়া-রামগতি আসন থেকে পাকিস্তানি জাতীয় গনপরিষদে (এমএনএ) সংসদ সদস্য নির্বাচিত হন। এবং স্বাধীনতার পর ১৯৭৩ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এবং সংসদ সদস্য থাকা কালীন সময়ে এলাকার উন্নয়নে বিশেষ অবদান রাখেন।
আলহাজ্ব সিরাজুল ইসলাম, নোয়াখালী জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সদস্য ও বৃহত্তর রামগতি উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এবং লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতির দায়িত্বে ছিলেন ।
দেশ স্বাধীন হওয়ার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকা কালে তার চর লরেন্স গ্রামের বাড়িতে আসেন।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের, মুক্তিযোদ্ধা হাজ্বি নুরুল ইসলাম,ছানা উল্লাহ (তহসিলদার), দেলোয়ার হোসেন, শিক্ষক আব্দুর করিম, ক্রিয়াবিধ মো. ইলিয়াস, আজাদ উদ্দিন মাহমুদ, নাহিদুল ইসলাম, আবুল বাশার, আবুল বাশার পারভীন, জহিরুল ইসলাম, ডাক্তার আব্দুর রহমান, শামসুল ইসলাম মেম্বার, ফখরুল ইসলাম মেম্বার, মাদ্রাসার সহকারী শাহজাহান, রাশেদ, আবুল কাশেম খোকন, জাহিদুল ইসলাম রনি, ওয়ারিয়ার্স ক্লাবের সভাপতি জুয়েল, আবুল হোসেন লস্কর সহ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক ও মরহুমের ছেলে মাহবুব দোলন।
ভি-বানী /ডেস্ক