বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০
প্রথম পাতা » » আগাম জামিন পেয়েছে প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী
আগাম জামিন পেয়েছে প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী
দুর্নীতি দমন কমিশনের মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।
‘অসাধু উপায়ে’ সম্পদ অর্জনের অভিযোগে দুদক গত ৩০ জুলাই এই মামলা করে, যে অভিযোগ বরাবরই তিনি অস্বীকার করে আসছেন।
তৌফিক ইমরোজ খালিদীর আবেদন মঞ্জুর করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বুধবার আট সপ্তাহের আগাম জামিনের আদেশ দেয়।
জামিন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক বলেন, এটা ‘সাজানো’ মামলা; এজাহারে যেসব অভিযোগ করা হয়েছে, তার ‘এক বর্ণও সত্য নয়’। মানুষকে বিভ্রান্ত করার জন্য, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য (এটা) করা হয়েছে।
জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, ব্যারিস্টার মাহবুব শফিক। অন্যদিকে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।
তৌফিক ইমরোজ খালিদীর পক্ষে আদালতে আরও ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, প্রকাশ বিশ্বাস, দেবাশীষ দেব, নোমান হোসাইন তালুকদার, মোহাম্মদ এহসান হাবিব।