রামগতিতে ডুবে যাওয়ার ১৬ ঘন্টা পর মরদেহ উদ্ধার
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে যাওয়া মো. রুবেল (২০) নামে এক ব্যাক্তির ১৬ ঘন্টার পর মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস।
গতকাল (২৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চর সেকান্দর সফিক একাডেমীর পেছনের পুকুরে গোসল করতে গিয়ে এমন ঘটনা ঘটে।
স্থানীয়দের মতে, গতকাল ফুটবল খেলে সন্ধ্যায় গোসল করতে তারা সবাই পুকুরে যায়। সবার মধ্যে একপর্যায়ে রুবেল বলে এক ডুবে সে পুকুরের এক পাড় থেকে অন্য পাড়ে যাবে। এ বলে সেই ডুব দেয়। কিন্তু অনেকক্ষণ পরেও না দেখা পেলে অন্যরা খোঁজাখুঁজি করে। দীর্ঘক্ষণ খোঁজার পর না পেলে চাঁদপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। এবং ফায়ার সার্ভিসের দীর্ঘ খোঁজাখুজির পর প্রায়১৬ ঘন্টা পর রুবেলের মরদেহ উদ্ধার করে ।
মৃত রুবেল, উপজেলার চর আলগী ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের মো. বাবুলের পুত্র। সে একটি কোম্পানিতে চাকুরী করেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান জানান, ১৬ ঘন্টা খোঁজাখুঁজির পর রুবেলকে পুকুরের প্রায় ৩৫ ফুট তলদেশে মাছের ঝোপের ভিতরে মৃত পাওয়া যায়। মরদেহটি থানা এবং পৌরসভা কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভি-বানী / ডেস্ক / ইকবাল রাসেল