প্রেমে ব্যর্থ কিশোরীর ঝাপিয়ে আত্মহত্যার চেষ্টা
বরিশাল প্রতিনিধি : বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতু থেকে কীর্তনখোলা নদীতে ঝাঁপিয়ে পড়ে আত্নহত্যার চেষ্টা করেছে স্বর্ণা আক্তার (১৭) নামে এক কিশোরী। আজ সোমবার বেলা ২ টায় এ ঘটনা ঘটে। স্থানীয় একজন জেলে নদীতে ঝাঁপ দেয়া কিশোরীকে উদ্ধার করে প্রাণে বাঁচায়।প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে প্রেমে ব্যর্থ হয়ে এই কিশোরী আত্নহত্যার চেষ্টা চালায়।
কিশোরীকে উদ্ধারকারী আজিজ খলিফা (৬২) জানান, সেতুর নীচ বরাবর নদীর অংশে বেলা ২ টার দিকে মাছ ধরছিলেন তিনি।এসময় সেতুর ওপর থেকে বোরকা পরিহিত এক কিশোরী ঝাঁপিয়ে পড়ে। নদীর তীব্র স্রোতে ভেসে যাওয়া অবস্থায় তিনি মেয়েটিকে উদ্ধার করেন।
পরবর্তীতে উক্ত কিশোরীকে নদী তীরবর্তী এলাকার গাজী বাড়িতে নিয়ে আসা হয়।সেখানকার বাসিন্দারা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এরপর কিশোরীর পরিবার ও স্থানীয় থানায় খবর দেন তারা। পরে নগরীর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন পুলিশের এম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে আসেন।
স্থানীয় গাজী বাড়ির বাসিন্দা মোঃ সুমন (২৬) জানান, প্রাথমিক চিকিৎসা প্রদানের সময় জিজ্ঞাসাবাদে জানা গেছে মেয়েটি তাঁর এক ছেলে বন্ধুকে (প্রেমিক) নিয়ে শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুতে ঘুরতে আসেন। দীর্ঘদিনের প্রেম থাকলেও ইদানিং ছেলেটি নাকি মেয়েটির সঙ্গে সম্পর্কের সমাপ্তি চাচ্ছিলো।তাদের দুজনার মধ্যে এই নিয়ে আজ কথা কাটাকাটির এক পর্যায়ে মেয়েটি নদীতে ঝাঁপিয়ে আত্নহত্যার চেষ্টা করে।তবে মেয়েটি নদীতে ঝাঁপিয়ে পড়ার পর ছেলেটি পালিয়ে যান বলে জানিয়েছেন সুমন।
আর পুলিশের উপ পরিদর্শক নিজাম উদ্দিন বলেন, ‘ মেয়েটি পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার ফজিলা রহমান মহিলা কলেজ থেকে এ বছর উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী ছিলো।সে স্বরূপকাঠি এলাকার বাসিন্দা আবদুল মালেকের কন্যা। প্রাথমিক তথ্যে ধারণা করা হচ্ছে হৃদয়ঘটিত কোনো কারণে মেয়েটি আত্নহত্যার চেষ্টা করেছিল। বর্তমানে মেয়েটি নগরীর শের ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।
ভি-বানী / ডেস্ক/ শফিক মুন্সি