তৃতীয় দফা বন্যায় নিম্নাঞ্চলের মানুষদের ভোগান্তি
রাজবাড়ী প্রতিনিধি-
রাজবাড়ীর পদ্মার পানি আজ বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার গোয়ালন্দের দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে পদ্মার পানি ৮.৮৯ পয়েন্ট অর্থাৎ বিপৎসীমার ২৪ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানি দীর্ঘস্থায়ী হওয়ায় পদ্মার নিম্নাঞ্চলে বসবাসরত মানুষের সীমাহীন ভোগান্তির মাত্রা ছাড়িয়ে গেছে।
পদ্মার পানি না কমার কারণে যে সকল স্থান থেকে পানি নেমেছিলো ফের সেসব স্থান নতুন করে বন্যার পানিতে তলিয়ে গেছে। এসব অঞ্চলের মানুষ পর পর তিনবার বন্যার কারণে ভোগান্তি ও দুর্ভোগ পিছু ছাড়ছে না নিম্নাঞ্চলের প্রায় ৫০ হাজারেরও বেশি মানুষের।
বারবার পানি ওঠার কারণে তাদের বাড়িঘর বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। বন্যার পানিতে নতুন করে আবাদ করা ধানগুলো আবার তলিয়ে নষ্ট হচ্ছে।বারবার লোকসান গুনতে হচ্ছে কৃষকদের।
পরপর তিন দফা দীর্ঘ মেয়াদী বন্যায় জেলার গোয়ালন্দ, সদর, কালুখালী ও পাংশার পদ্মার নিম্নাঞ্চলে বসবাসরত প্রায় শতাধিক গ্রামের মানুষদের দুর্ভোগ আর দুর্দশা আরো বেড়ে গেছে। গত দুই মাস ধরে এসব স্থানে বসবাসকারীদের দুর্ভোগ যেন কমছেই না। দীর্ঘ মেয়াদী বন্যা ও তাদের বাড়ি ঘরে বন্যার পানি স্থায়ী হওয়ায় মারাত্মক কষ্টে জীবন যাপন করতে হচ্ছে। অনেকে এখনও পর্যন্ত কোন ধরনের সাহায্য সহযোগিতা না পাওয়ায় কষ্টে দিন যাপন করতে হচ্ছে।
প্লাবিত এসব স্থানে বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। রয়েছে গো খাদ্যের সংকটসহ নানা সমস্যা। এমনিতেই কয়েকবার বন্যার পানিতে মাছের ঘের ভেসে গেছে ফসলী জমি পানিতে তলিয়ে নষ্ট হয়েছে ফসল চরম লোকসানে পড়েছেন।
ফের পদ্মায় পানি বাড়ার কারণে এসব অঞ্চলের মানুষ নতুন করে আবার পড়েছেন খাবার সংকট, গো খাদ্যের অভাব ও বিশুদ্ধ পানির সংকটে। সীমাহীন কষ্ট আর নানা সমস্যা তাদের পিছু ছাড়ছে না গত দুই মাসেরও বেশি সময় ধরে।