নির্মিত হলো বয়াতির স্বল্পদৈর্ঘ্য ‘দ্য নিউ নরমাল’
কথা সাহিত্যিক ফারুক মঈনউদ্দীনের ‘মরার আকাল’ ছোট গল্প অবলম্বনে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য নিউ নরমাল’। মূল গল্পে এক গোর খোদকের একটি সংলাপ মনে আটকে যায় নির্মাতার, আর সেই আবেদন থেকেই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি।
নাগরিক বার্তায় আলাপচারিতায় বয়াতি বলেছেন, করোনা সংক্রমনের শুরু থেকেই সারা বিশ্বের মানুষ তাদের জীবনকে নতুন এক নিয়মে অভ্যস্ত করেছেন। অনেকেই ব্যাপারটাকে গুরুত্ব দেয়নি। আবার কোনো নিকট আত্মীয় বা পরিচিতজন মারা গেলে আতংকিত হয়ে পড়েছে। দীর্ঘ সময় ধরে করোনার এই অবস্থান সকলকে যেনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে বাধ্য করেছে। এমন সময়ের নাম দেয়া হয়েছে নিউ নরমাল সিচুয়েশন। করোনাকালীন সময়ে দেশের সার্বিক দুরাবস্থার একটা নির্যাস আমি চলচ্চিত্রে তুলে ধরেছি।
রওনক ইকরামের চিত্রনাট্য ও সংলাপে চিত্রগ্রহণ করেছেন রাহুল সরকার। মূল চরিত্রে অভিনয় করেছেন সাঞ্জু জন ও বিপাশা কবীর তারা ভিন্ন ধারার এই গল্পে কাজ করে ভীষণ উচ্ছ্বসিত এবং দর্শকেরা কাজটি থেকে নির্মল আনন্দের পাশাপাশি গভীর জীবন বোধের জার্নি উপভোগ করবেন বলে প্রত্যাশা করেন।
শীঘ্রই অনলাইন প্লাটফর্মে মুক্তি পাবে এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। এমনটাই নিশ্চিত করেছেন নির্মাতা। স্বল্পদৈর্ঘ্যটির অনান্য চরিত্রে অভিনয় করেছেন আশিক সরকার, বাদল, সোহাগ বিশ্বাস শহীদ, আনোয়ার