ভাঙনে ক্ষত সইবো আর কত ?
সাজ্জাদুর রহমান
মেঘনার ভাঙনে রামগতি-কমলনগরে ক্ষত
দুর্ভোগ দুঃখ-কষ্ট যত
বেড়ি বাঁধ নেই
জোয়ারের পানিতে বন্দি শত-শত।
সু-খবর নাই, আর সইবো কত ?
ভাঙছে- ভাঙুক, ডুবছে-ডুবক
দেখছে তারা খেলা-
যুগের পর যুগ গেলেও
আসেনি সঠিক বেলা।
চরম অবহেলা।
ফসলি জমি তলিয়ে যায়
মানুষের হায়-হায়
ভিটে মাটি হারিয়ে
সবাই অসহায়।
ভাঙন নিয়ে রাজনীতি শুরু হয়েছে সেই কবে
এভাবে চলতে থাকলে যাবে রসাতলে।
উন্নয়ন জোয়ারের জলে।
আশ্বাসে বিশ্বাস নাই, দিন-মাস-বছর যায়
যুগে যুগেও হয়নি উপায়
আমাদের আর রক্ষা নাই।
চলো সবাই রাস্তায় যাই
নদী ভাঙন রোধ চাই।
বিশিষ্ট সাংবাদিক - লক্ষ্মীপুর জেলা
প্রকাশিত- ২০.০৮.২০২০