স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, প্রধান শিক্ষক আটক
ধামরাই প্রতিনিধি-
ঢাকার ধামরাই উপজেলার দুই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে মাইলেশিয়াম হাই স্কুলের প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে (৪২) আটক করেছে পুলিশ।
রোববার সকাল ১০টার দিকে ধামরাই সুয়াপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে থানাপুলিশ। সে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার আব্দুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, উপজেলার সুয়াপুর এলাকার মাইলেশিয়াম হাই স্কুলের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম ওই স্কুলের ৮ম শ্রেণির দুই ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। পরে ওই দুই স্কুলছাত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে পরলে উত্ত্যক্তের বিষয়টি তাদের পরিবারের সদস্যদের জানালে গতকাল রাতে ওই স্কুলের প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে প্রধান আসামি করে মেয়ের বাবা রফিকুল ইসলাম ধামরাই থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগের ভিত্তিতে গতকাল রোববার সকালে পুলিশ সুয়াপুর এলাকায় অভিযান চালিয়ে প্রধান শিক্ষক শরিফুলকে আটক করে। ওই শিক্ষকের বিরুদ্ধে ওই স্কুলের আরো অনেক ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় ওই শিক্ষককে আটক করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে বলেছেন, স্কুলের শিক্ষক যদি ছাত্রীদের উত্ত্যক্ত করে তাহলে তারা কীভাবে স্কুলে ছাত্রছাত্রীকে পড়াশোনার জন্য পাঠাবেন। এ সময় এলাকাবাসী তার কঠোর শাস্তি দাবি করেন।
উত্ত্যক্ত’র শিকার হওয়া ছাত্রী জানান, স্যার সব সময় আমাকে বাজে প্রস্তাব দিতো। আমি তার শাস্তির দাবি করছি।
বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, আটককৃত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে। দুপুরে আদালতে তাকে পাঠানো হয়েছে।