শনিবার, ১৫ আগস্ট ২০২০
প্রথম পাতা » সারাদেশ » ইকরা হাফিজিয়া এতিমখানা’র উদ্যোগে জাতীয় শোক দিবসে মিলাদ মাহফিল
ইকরা হাফিজিয়া এতিমখানা’র উদ্যোগে জাতীয় শোক দিবসে মিলাদ মাহফিল
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে আলোচনা সভা ও মিলাদ মাহফিল করা হয়।
রবিবার(১৫ আগস্ট) দুপুরে উপজেলার তোরাবগন্জ ইউনিয়নের হাজিনগর ইকরা হাফিজিয়া এতিমখানা ও মাদ্রাসা এ সভা আয়োজন করেন।
প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে ঘাতকরা। তারা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল।
এসময়, উপজেলার ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রদান অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মাসুদ।
বিশেষ অতিথি ছিলেন, তোরাব গন্জ ইউনিয়ন পরিষদের সদস্য মো. জহির উদ্দিন, কমলনগর কলেজের প্রভাষক ও সংবাদ কর্মী আমজাদ হোসেন আমু, সমাজ সেবার হিসাব রক্ষক রাসেল মজুমদার, সমাজ সেবক আকরাম হোসেন মানিকসহ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মাদ্রাসা শিক্ষক মাওলানা মাহবুবুর রহমান।
ভি-বানী /ডেস্ক/