বুধবার, ১২ আগস্ট ২০২০
প্রথম পাতা » » একজনের পরিবর্তে অন্যজনের কারাবাস
একজনের পরিবর্তে অন্যজনের কারাবাস
পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে মূল আসামি আনোয়ার হোসেনের পরিবর্তে জেল খাটছেন ভুয়া আসামি আবু হানিফ। পুলিশ জানায়, পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে মূল আসামির পরিবর্তে অন্য এক ব্যক্তির কারাবাসের ঘটনা তদন্তে কাজ শুরু করেছে ৩ সদস্যের কমিটি।
বুধবার (১২ আগস্ট) দুপুরে তদন্ত কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম সরদারের নেতৃত্বে তদন্ত দল কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে যান। এসময় সিনিয়র জেল সুপারের অফিস কক্ষে আনোয়ার হোসেন পরিচয়ে কারাগারে থাকা ভুয়া আসামি আবু হানিফকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সে ঘটনার সত্যতা তদন্ত কমিটির কাছে স্বীকার করে। এছাড়া এ ঘটনার সাথে জড়িতদের নাম প্রকাশ করে।
এসময় তদন্ত কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ শাহরিয়ার মিয়াজী ও সিনিয়র জেলা সুপার শাহজাহান আহমেদ উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার বিকালে বিষয়টি তদন্তের জন্য ৩ সদস্যের কমিটি গঠন করেছেন জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল ফজল মীর। তাদেরকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেয়া হয়। এরই প্রেক্ষিতে বুধবার (১২ আগস্ট) দুপুরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গিয়ে কাজ শুরু করে তদন্ত কমিটি। এছাড়া পত্রের নির্দেশনা অনুযায়ী ঘটনার কারণ অনুসন্ধান এবং ঘটনার সাথে জড়িতদের চিহ্নিতকরণ ও এমন ঘটনার পুনরাবৃত্তি প্রতিরোধে সুস্পষ্ট মতামতসহ সুপারিশ তুলে ধরবে ওই কমিটি।