এক টুকরো কাঁচা হলুদে সারে এইসব রোগ!
হলুদ প্রকৃতির অমোঘ ঔষধি উপাদান। কাঁচা হলুদের গুণে দূরে থাকে অনেক দূরারোগ্য ব্যাধি।
সর্দি-কাশির ক্ষেত্রে খুব ভাল কাজ দেয় হলুদ। কাশি কমাতে হলে হলুদের রস কয়েক চামচ খান , কিংবা এক টুকরো হলুদের সাথে মধু মাখিয়ে চিবিয়ে খেয়ে নিন। অথবা এক গ্লাস গরম দুধের মধ্যে হলুদের গুঁড়ো, সামান্য মাখন এবং গোলমরিচ গুঁড়ো মিশিয়ে খান। কয়েকবার খেলেই কাশি ও গলা ব্যথা দূর হবে।
খাবারে নিয়মিত হলুদ ব্যবহার কোলেস্টেরল মাত্রা নিয়ন্ত্রণ রাখে। কোলেস্টেরল থেকে অনেক রোগের সূচনা হতে পারে। তাই রান্নার সময় সব খাবারের হলুদ ব্যবহার করুন।
কাঁচা হলুদের সাথে কাঁচা দুধ মিশিয়ে শরীরে মাখলে একজিমা, অ্যালার্জি, র্যাশ, চুলকানি ইত্যাদি থেকে মুক্তি পাওয়া যায়।
লুদ পেট ফাঁপা, গ্যাসের সমস্যা রোধ করে হজমশক্তি বৃদ্ধি করে। খালি পেটে হলুদ খেলে এই সব সমস্যা একে বারেই কমে যাবে।
হলুদ প্রস্টেট ক্যান্সার প্রতিরোধ করে থাকে। এমনকি এটি ক্যান্সারের কোষ নষ্ট করে দিয়ে থাকে। অনেক গবেষণায় দেখা গেছে যে হলুদে থাকা উপাদানগুলো টিউমারের বিরুদ্ধে কাজ করে থাকে। তাই হলুদকে নিয়মিত খাদ্য তালিকায় রাখুন। হলুদ খেলে শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পায়। এই করোনা সময়ে চেষ্টা করুন সপ্তাহে অন্তত তিন দিন কাঁচা হলুদ মধু মিশিয়ে চিবিয়ে খেতে।