মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
প্রথম পাতা » জীবন চিত্র » কোস্টগার্ডের সহায়তায় বিদ্যানন্দের ঘর-নৌকায় অসহায়দের মুখে হাসি
কোস্টগার্ডের সহায়তায় বিদ্যানন্দের ঘর-নৌকায় অসহায়দের মুখে হাসি
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে অসহায় বিধবা নারী ও বেকার জেলেদের কোস্টগার্ডের সহায়তায় বিদ্যানন্দের নৌকা, গরু ও দোকানঘর বিতরন করা হয়েছে। এছাড়াও যুব প্রশিক্ষন নেয়া নারীদের সেলাই মেশিন প্রদান করা হয়।
সোমবার(৬ জুলাই) সকালে উপজেলার হাজিরহাট ও সাহেবের হাট ইউনিয়নের অসহায়দের এসব সামগ্রী বিতরণ করা হয়।
কোস্টগার্ডের সহায়তায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের সেবা ও কর্মসংস্থানমুলক সামগ্রী প্রতিবছর দেশের উপকূলীয় অঞ্চলে অসহায়দের মাঝে বিতরণ করা হয়। দেশের দূর্যোগ মুহূর্তে বিদ্যানন্দ ফাউন্ডেশন কোস্টগার্ড ও বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে কর্মহীন হতদরিদ্রের পাশে দাঁড়ায়।
বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ পৃর্ব জোন চট্রগ্রাম এর ব্যবস্থপনায় ও বিদ্যানন্দ ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় এসব কর্মসংস্থান ব্যবস্থা অপরিসীম। অসহায় নারী ও মাঝিরা এসব পেয়ে তাদের মুখে হাঁসি ফুঠেছে।
বিধবা নারী সলেমা ও রোকেয়া জানান, স্বামী মারা যাওয়ার পর থেকে পরিবার পরিজন নিয়ে অসহায় জীবন যাপন করতেছি। হঠাৎ আলো জ্বালাতে সেনা সদস্য দিদার, কোস্টগার্ড ও বিদ্যানন্দের সহযোগিতায় দোকান ঘর পেয়ে জীবন চলার আলো খুঁজে পেয়েছি।
সাবেক সেনা সদস্য আব্দুর রহমান দিদার জানান, দেশে করোনা পরিস্থিতির কর্মজীবি নারী পুরুষদের জীবনের গতি নিভিয়ে দিয়েছে। চোখের সামনে অসহায় বিধবা নারী ও কর্মহীন মাঝিদের কর্মসংস্থানের ব্যবস্থা করার চেষ্টা করছি। এতে বাংলাদেশ কোস্টগার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশন কে সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আরো জানান, কোস্টগার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশন সব সময় উপকূলীয় অঞ্চলে অসহায় মানুষের পাশে থাকবে এমনটাই আশা করছেন।
খোলাডাক/ আলো