কমলনগরে ছাত্রলীগের সম্মেলন
নিজস্ব সংবাদদাতা : লক্ষ্মীপুরের কমলনগরে বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনকে ঘিরে চলছে প্রচার-প্রচারণা ও সম্মেলন বাস্তবায়নের প্রস্তুতি।
সভাপতি - সম্পাদক প্রার্থীদের উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওর্য়াড, স্কুল,কলেজ সহ সর্বত্র প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন দেখা যাচ্ছে। প্রার্থীরা যার যার মতে দলের নেতা, কর্মী ও সাধারণ ছাত্রদের কাছে নিজেকে তুলে ধরছেন।
উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণায় ব্যানার,পেস্টুন,পোষ্টারে চেয়ে গেছে। এছাড়াও সামাজিক যোগাযোগ ফেইসবুকের মাধ্যমে প্রচার করছেন।
উপজেলা ছাত্রলীগে আহবায়ক রাকিব হোসেন সোহেল জানান, আগামী সম্মেলনকে ঘিরে চলছে পূর্ব প্রস্তুতি। সব ঠিকঠাক চলছে। প্রচার-প্রচারনায় সর্বত্র চলছে। সম্মেলনকে সফল করতে ছাত্রলীগ সাংগঠনিক কর্মকান্ড ও নেতা,কর্মীদের সচেতন করছেন। আশা করছি, সম্মেলন সফল হবে।
তিনি আরও বলেন, তিনি দায়িত্বে আসার পর থেকে উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক ভাবে অনেক শক্ত অবস্থানে রয়েছে। তিনি পূর্নরায় আহবায়ক থেকে সভাপতি হতে চান।
বর্তমান কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক আসাদ জানান, আহবায়ক কমিটি পাওয়ার পর থেকে উপজেলা ছাত্রলীগের রাজনীতি চাঙ্গা হচ্ছে। কর্মী ও নেতার সঠিক মূল্যায়ন হচ্ছে। পূর্বের চেয়ে ছাত্রলীগের নেতা ও কর্মীর সংখ্যা অনেক বেড়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তায়নে এ সম্মেলন নিয়ে যথেষ্ট প্রস্তুতি চলছে। আশা করছি উপজেলা ছাত্রলীগ এ সম্মেলনকে সফল করবে।
যুগ্ম আহ্বায়ক তানজুর রুবেল জানান, উপজেলা ছাত্রলীগের সম্মেলনকে ঘিরে সর্বত্র আলোচনা হচ্ছে। সম্মেলনকে সফল করতে উপজেলা নেতৃবৃন্দ যতেষ্ট প্রচার করছে। আশা করছি সম্মেলন সফল হবে।
এছাড়াও সম্মেলনে সভাপতি - সম্পাদক প্রার্থী হিসেবে রয়েছেন, যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ হারুন,আমজাদ হোসেন ও আনোয়ার হোসেন সিয়াম….
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক নিশান জানান,সঠিক সময়ে উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারে কমিটি দিতে সভাপতি - সম্পাদক প্রার্থীদের লিখিত পরিক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে। বঙ্গবন্ধু ও দেশ নেত্রী শেখ হাছিনা ও বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে যাদের জ্ঞান আছে তারাই নেতৃত্বে আসবে।
খোলাডাক / এএ