বুধবার, ১৭ জুন ২০২০
প্রথম পাতা » সারাদেশ » দারিদ্র্যের কারণে আত্নহত্যা করা রানার পরিবারের পাশে সাবেক এমপি নিজান
দারিদ্র্যের কারণে আত্নহত্যা করা রানার পরিবারের পাশে সাবেক এমপি নিজান
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে দারিদ্র্যতার রোষানলে পড়ে আত্নহত্যা করেন রানা মিয়া। যার কারণে অসহায় হয়ে পড়েন তার পরিবার। এ অসহায় পরিবারে পাশে দাঁড়িয়েছে বিএনপি’র সাবেক এমপি আলহাজ্ব আশরাফ উদ্দিন নিজান।
তিনি লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগরের জাতীয়তাবাদী দল বিএনপি’র দু’বারের সাবেক সংসদ সদস্য ছিলেন।
বুধবার (১৭ জুন) সকালে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে রানা মিয়ার বাড়িতে খাদ্যসামগ্রী (চাল, ডাল, পেয়াজ, আলু, তৈল) পৌঁছে দেন।
এসময় উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক আবু ছায়েদ দোলন জানান, দেশে করোনা পরিস্থিতির কারনে মানুষ অস্বাভাবিক জীবন যাপন করছে। সারা দেশে লক ডাউন চলছে। কর্মজীবি দিনমজুর মানুষ কর্মহীন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে কর্মহীন বেকার জীবন যাপনে অতিষ্ঠ হয়ে ঋণগ্রস্ত রানা মিয়া আত্নহত্যা করেন। পরিবেশ পরিস্থিতির বিবেচনায় অসহায় পরিবারে পাশে সাবেক এমপি আলহাজ্ব এবিএম আশরাফ উদ্দিন নিজানের পক্ষে খাদ্যসামগ্রী ও সমবেদনা জানানো হয়েছে।
তিনি আরও জানান, জাতীয়তাবাদী দল বিএনপি’র সব সময় দেশের অসহায় মানুষ ও পরিবারের পাশে ছিল এবং থাকবেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সম্পাদক নুরুল হুদা চৌধুরী, মো.ফরহাদ মিয়া, মো.কামাল লস্কর, মো.ফারুকসহ প্রমুখ।
প্রসঙ্গত, দারিদ্র্যতা ও ঋণগ্রস্তের দায়ে হতাশা চাপে গত ১৫ জুন বৃদ্ধ রানা মিয়া গলায় পাশ দিয়ে আত্মহত্যা করেন। তিনি ব্যক্তিগত জীবনে বনাজী ঔষধ (কবিরাজী) করে জীবিকা নির্বাহ করতেন। মৃত্যুকালে ০১ ছেলে ০১ মেয়ে ও বউ রেখে যান।
এছাড়াও অসহায় রানা মিয়ার পরিবারকে সহযোগিতা করতে আপনাদের সু দৃষ্টি কামনা করছি। পরিবারের পক্ষে আল আমিন- ০১৭৫৯-৮৩৯৭৪৭ (বিকাশ)