বিশ্ব হাত ধোয়া দিবসে বর্ণাঢ্য র্যালী
নিজস্ব প্রতিবেদক :
সকলের হাত পরিচ্ছন্ন থাক’ প্রতিপাদ্য নিয়ে ১৫ অক্টোবর মঙ্গলবার বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে কমলনগরে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।উ
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ আয়োজিত র্যালীতে অংশগ্রহণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ফ.ম. আবদুল ওয়াজেদ তালুকদার, উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী পানেদা আক্তার প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমতিয়াজ হোসেন বলেন, পরিস্কার পরিচ্ছন্ন প্রতিটি মানুষের থাকা উচিত। কারণ আপনি পরিপাটি না থাকলে, অগোছালো হলে শরীরে বিভিন্ন ধরণের রোগ জীবানু আক্রমণ করতে পারে। তাই কোন কিছু ধরে খেতে হলে অবশ্যই হাতটা ভালোভাবে ধুয়ে খেতে হবে। এজন্য প্রতিটি স্কুল,কলেজ, মাদ্রাসায় হাত ধোয়ার মাধ্যমে সবাইকে সচেতন করতে বলেন।
খোলাডাক / এসএস