শুক্রবার, ১২ জুন ২০২০
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি | সারাদেশ » লক্ষ্মীপুর- বাবা ক্যান্সারে আক্রান্ত ঢাকায়, মেয়ে গ্রামে ধর্ষণে খুন
লক্ষ্মীপুর- বাবা ক্যান্সারে আক্রান্ত ঢাকায়, মেয়ে গ্রামে ধর্ষণে খুন
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে হিরা মনি (১৪) নামে এক ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার(১২ জুন) দুপুরে সদর উপজেলার হামছাদী ইউনিয়নের পশ্চিম গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। হিরামনি পালেরহাট পাবলিক উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেহ উদ্দিন জানান, ঘটনাটি শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবং এ ঘটনার সন্দেহভাজন মো. আরিফ ও মো. সুমন নামে দু’যুবককে আটক করা হয়েছে। তিনি আরও জানান, লাশ ময়নাতদন্ত শেষে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, হিরামনির বাবা হারুন দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার কারণে তাকে ঢাকায় হাসপাতালে ভর্তি করাতে হয়। পরিবারের অন্যরা ঢাকায হাসপাতালে রয়েছে। হিরা মনি হামছাদি ইউনিয়নের হাসনাবাদ গ্রামে নানার বাড়িতে ছিল।
শুক্রবার সকালে সে বাড়ি আসেন। বাড়িতে সে একাই ছিল। কিন্তু দুপুরের দিকে ওই বাড়ির এক নারী তাকে ঘরে ডাকতে গেলে কোন সাড়া শব্দ না পায়। পরে ঘরে ডুকে তাকে অর্ধউলঙ্গ অবস্থায় দেখতে পায়। তার শরীরের কিছু অংশ খাটে আর পায়ের অংশ মাটিতে ছিল। এসব দেখে সে চিৎকার দিলে পাশ্ববর্তী মানুষ এসে পুলিশে খবর দেয়।
নিহত হিরা মনির মামা শাহজাহান বলেন, হিরামনি তাদের বাড়িতে ছিল। সকালে তাকে পালেরহাট নামিয়ে দেই। বিকেলে এমন ঘটনা ঘটবে তা কল্পনাও করিনি। যারা তার ভাগনিকে হত্যা করেছে তাদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান তিনি।
দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ আলম ও পালেরহাট পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন খাঁন ঘটনাস্থল পরিদর্শন করেন।
তারা জানান, এমন হত্যা খুবই নিষ্ঠুর। যারা এ হত্যার সাথে জড়িত দ্রুত তদন্ত করে তাদের বিচারের কঠিন শাস্তি দিতে হবে।