বৃহস্পতিবার, ১১ জুন ২০২০
প্রথম পাতা » সারাদেশ » শিবচর উপজেলায় করোনার উপসর্গ নিয়ে চেয়ারম্যান ও নরসুন্দরের মৃত্যু
শিবচর উপজেলায় করোনার উপসর্গ নিয়ে চেয়ারম্যান ও নরসুন্দরের মৃত্যু
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুদ্দিন খান (৬৫) করোনার উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেন।এছাড়াও একই শহরের পাঠককান্দি এলাকার রঞ্জন কুমার শীল নামে এক নরসুন্দরও মারা যান। এ নিয়ে মাদারীপুরে গত সাত দিনে করোনার উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিবচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা ইউনিটের কমান্ডার সামসুদ্দিন খান রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারা যান। অন্যদিকে, মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ৯টার দিকে মৃত্যু হয় রঞ্জন কুমার শীলের।
শিবচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. সেলিম জানান, উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান দীর্ঘদিন থেকেই শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন ও সাংসদ মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
এদিকে, রঞ্জন কুমার শীল গত ১০ দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। পরে গত মঙ্গলবার সকালে সদর হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মৃত্যু হয় তাঁর।
সদর হাসপাতালের আরএমও ডা. অখিল সরকার জানান, রঞ্জন কুমার শীল মঙ্গলবার সকালে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁর জ্বর, শ্বাসকষ্ট ও হার্টের সমস্যাসহ নানা ধরনের সমস্যা ছিল। পরে তাঁর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।
খোলাডাক/ডেস্ক/রাজিব