করোনা-চোখের পানি থেকেও ছড়াতে পারে
অনলাইন ডেস্ক
কেবল করোনা সংক্রমিত ব্যক্তির স্পর্শ বাঁচিয়ে চললেই হবে না। আপনাকে তার চোখের পানি থেকেও নিজেকে রক্ষা করতে হবে। কেননা যুক্তরাষ্ট্রের মেডিকেল অ্যাসেসিয়েশন আমেরিকান অ্যাকাডেমি অফ অপথ্যালমোলজির গবেষকরা জানাচ্ছেন, চোখের পানি থেকেও ছড়াতে পারে করোনাভাইরাস।
তারা মনে করছেন, যদি কোনও করোনা আক্রান্ত রোগীর চোখের জল সুস্থ ব্যক্তির শরীরে লেগে যায়, তবে করোনা সংক্রমণের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না।
ওই মার্কিন মেডিকেল অ্যাসেসিয়েশন চিকিৎসকরা বলেন, চোখ করোনা সংক্রমণের অন্যতম পথ হতে পারে। তাই বারবার চোখ রগরানো উচিত নয়। বিশেষ করে হাত না ধুয়েই চোখে হাত দিলে সংক্রমণ ঘটাতে পারে।
তাই যে হাত দিয়ে মুখ ঢেকে হাঁচি বা কাশি দিয়েছেন, সেই হাত না কখনই চোখে দেয়া যাবে না। পাশপাশি কাশি বা হাঁচি দেয়ার সময় অবশ্যই মুখ ঢেকে রাখা উচিত।
তাই করোনা রুখতে বারবার হাত ধোওয়া দরকার বলে আবারও সতর্ক করে দিয়েছেন চিকিৎসকরা।
তবে চোখ থেকে সংক্রমণ ঠেকানোর আরও একটি উপায় হল চশমা পরা। রোদ চশমা বা সাধারণ চশমা পরে থাকলে চোখে হাত যাওয়ার সম্ভাবনা কম হয়। ফলে সংক্রমণও কম ছড়াবে।
তবে ইউএস সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের গবেষকরা বলছে, চোখের তুলনায় কান থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা অনেক কম। কেননা কানের বাইরে ত্বক সাধারণ শরীরের ত্বকের মতই।
এমএ/