শনিবার, ৩০ মে ২০২০
প্রথম পাতা » সারাদেশ » করোনা পরিস্থিতি : লক্ষ্মীপুরে মৃত ব্যক্তিসহ করোনায় আক্রান্ত ৮ জন
করোনা পরিস্থিতি : লক্ষ্মীপুরে মৃত ব্যক্তিসহ করোনায় আক্রান্ত ৮ জন
লক্ষ্মীপুর প্রতিনিধি :মহামারী করোনা ভাইরাসের লক্ষ্মীপুরে ৮ জন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে রামগঞ্জের পাঁচজন, কমলনগরে দুইজন এবং সদরে একজন। তাদের মধ্যে একজন মৃত ব্যক্তি রয়েছে। শনিবার (৩০ মে) দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
জেলা সিভিল সার্জন আব্দুল গাফফার জানান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লক্ষ্মীপুরের ৩৭ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এতে ৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এদের মধ্যে রামগঞ্জের করোনা শনাক্তকৃত পাঁচজনের একজন আগেই করোনা উপসর্গ নিয়ে মারা যায়। এ নিয়ে জেলাতে করোনা শনাক্ত হওয়ার আগেই ৩ জনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, লক্ষ্মীপুরে এখন পর্যন্ত মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা ১৯৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেন ৬৯ জন। অন্যরা হাসপাতাল এবং হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।
খোলাডাক/ এনএন/ডেস্ক