ছিন্নমূল শিশুদের জন্য মানবিক ছাত্রলীগ নেতা আসাদ
লক্ষ্মীপুর প্রতিনিধি : মেঘনার উপকূলীয় অঞ্চলে ছিন্নমূল শিশুদের জন্য ঈদের নতুন বিতরণ করেন ছাত্রলীগ নেতা আসাদ বিন হাবিব। তিনি এক মানবিকতার পরিচয় দিয়েছেন। করোনায় দেশ ভারাক্রান্ত। মানুষ খেয়ে না খেয়ে দিন পার করছে। গত তিন মাসে চাকুরী হারিয়ে বেকার দিন পার করছে দেশের মানুষ। যেখানে না খেয়ে জীবন চলে সেখানে ঈদের নতুন জামা কিনবে এমনটা দেখা মশকিল।
আসাদ লক্ষ্মীপুরের কমলনগরের প্রায় ৫০ জন অসহায় নদী কূলের ছিন্নমূল শিশুদের জামা বিতরন করেন। এতে খুশিতে আত্নহারা এসব শিশুরা। তিনি করোনা মুহূর্তে নিজ হাতে পরিয়ে দেন তাদের গায়ে। নতুন জামা পেয়ে আনন্দিত শিশুরা।
আসাদ বিন হাবিব জানান, দেশের এ ক্লান্তিলগ্নে মানুষ দিশেহারা। কোনমতে দিন পার করছে। বিগত তিনমাস লক ডাউন চলছে। তারমধ্যে পবিত্র ঈদুল ফিতর। যেখানে জীবন চালাতে হিমশিম খাচ্ছে। সেখানে পরিবার পরিজনদের নতুন জামা কিনা কিছুটা কষ্টকর। তাই নিজের উদ্যোগে নদীকূলের কিছু অসহায় শিশুদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছি। তাদের নতুন জামা নিজ হাতে পরিয়ে দিয়েছি। তারা জামা পেয়ে কি খুশি হয়েছে ভাষায় প্রকাশ করতে পারবো না।
আসাদ বিন হাবিব, কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী। তিনি লক্ষ্মীপুর সরকারী কলেজ ব্যবস্থপনা বিষয়ে অর্নাস শেষ মার্স্টাসে অধ্যায়রত।
খোলাডাক/হাবিব