কমলনগরে ক্রীড়া সংস্থার ত্রাণ বিতরণ
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে ক্রীড়া সংস্থার উদ্যোগে ক্রীড়া সংগঠনগুলোর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি মো.মোবারক হোসেন এর নির্দেশে এ ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।
মঙলবার (১৯ মে ) সকালে উপজেলার চর লরেন্স প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪২ টি সংগঠনের মাঝে এ ত্রান বিতরন করা হয়।
প্রসঙ্গত, করোনা ভাইরাসের কারণে সরকার সারা দেশকে লক ডাউন ঘোষণা করেন। এতে কর্মজীবি, দিনমজুর মানুষগুলো কর্মহীন হয়ে পড়ে। দিন দিন করোনা আক্রান্ত ও মৃত্যু হার বেড়েই চলছে। মানুষ মারাত্মক হুমকির মুখে।
এমন পরিস্থিতিতে উপজেলা ক্রীড়া সংস্থা ক্লাবগুলোর মাধ্যমে খাদ্য সামগ্রীর বিতরন করা উদ্যোগ নেয়।
ত্রাণ বিতরনে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ও এ্যাথলেটিকস কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এড নুর উদ্দিন চৌধুরী নয়ন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো.মাহবুবুর ইসলাম দোলন, মুক্তিযোদ্ধা কমান্ডার সফিক উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর ও ক্রীড়া সংগঠক মো.ইলিয়াস হোসেন প্রমুখ।
উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মো.মাহবুবুর ইসলাম দোলন বলেন, করোনা পরিস্থিতির কারণে উপজেলা ক্রীড়া সংগঠনগুলোর মাঝে ত্রাণ বিতরনের উদ্যোগ নেয়া হয়। দেশ নেত্রী শেখ হাছিনা করোনা পরিস্থিতিতে দেশে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে। যার পেক্ষিতে উপজেলা ক্রীড়া সংস্থাও ক্লাবগুলো পাশে দাঁড়িয়েছে। এছাড়াও উপজেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে ৬ জন খেলোয়াড়কে নগদ অর্থ প্রদান করা হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, করোনা পরিস্থিতির কারনে দেশে সকল খেলাধুলা বন্ধ রযেছে। যার পেক্ষিতে সংস্থার পক্ষে ক্লাব বা সংগঠনগুলোর সাথে যোগাযোগ রাখা সম্ভব হচ্ছে না। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগের মত সব ক্রীড়া সংগঠনগুলোর সাথে যোগাযোগ স্থাপন অব্যাহত থাকবে। কিভাবে খেলোয়াড় বা ক্লাব সংগঠনগুলোকে শক্তিশালী করা যায়।
তিনি আরও বলেন, জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে উপজেলা সংগঠনগুলোকে বিভিন্ন ধরণের সুযোগ সুবিধা প্রদান করা হবে। বিভাগীয় পর্যায়ে খেলোয়াড় তৈরি করাসহ যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে।
খোলাডাক /এনএন/ ডেস্ক